শিরোনাম
লালমনিরহাট, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : লালমনিরহাটে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ সকালে স্থানীয় শেখ কামাল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট লীগের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাখাওয়াত হোসেন সুমন খান। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আলী হাসান নয়ন, ক্রিকেট কমিটির সম্পাদক কামরুজ্জামান,সদস্য আনিছুর রহমান লাডলাসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।