বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৬

পুরো মৌসুমের জন্য ছিটকে গেলেন কোকুয়েলিন

ভিয়ারিয়াল, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/এএফপি) : হাঁটুর গুরুতর ইনজুরিতে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে চলে গেছেন ভিয়ারিয়ালের ফরাসি মিডফিল্ডার ফ্র্যান্স কোকুয়েলিন। স্প্যানিশ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 
রোববার লা লিগায় বার্সেলোনার কাছে ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে ফ্রাংক কেসির সাথে সংঘর্ষে ৩৬ মিনিটে মাঠ ত্যাগে বাধ্য হন। পরবর্তীতে ভিয়ারিয়ালের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ডান হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত হয়েছেন কোকুয়েলিন। আগামী কয়েকদিনের মধ্যেই তার হাঁটুতে অস্ত্রোপচার করা হবে। দূর্ভাগ্যবশত: ইনজুরির কারনে মৌসুমের বাকিটা সময় সে আর মাঠে নামতে পারবে না।’
বর্তমানে ভিয়ারিয়াল লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে। ইতোমধ্যেই তারা ইউরোপা কনফারেন্স লিগের শেষ ষোলতে উন্নীতি হয়েছে। 
আর্সেনালের সাবেক মিডফিল্ডার ৩১ বছর বয়সী কোকুয়েলিন সব ধরনের প্রতিযোগিতায় ভিয়ারিয়ালের হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন। গত মৌসুমে পেশীর ইনজুরিতে পড়ে তিন মাস মাঠের বাইরে ছিলেন।