বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩১
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২১

হ্যান্ডবল: শিরোপা অক্ষুন্ন রাখলো আনসারের মেয়েরা

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ফেডারেশন কাপে  নারী বিভাগে শিরোপা অক্ষুন্ন রেখেছে  বাংলাদেশ আনসার ও ভিডিপি।
আজ সকালে শহীদ (ক্যাপ্টেন) এম.মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৪৫-২৮ গোলে তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দল প্রথমার্ধে ২৬-১২ গোলে এগিয়ে ছিল।
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত  হয়েছেন বাংলাদেশ আনসার ও ভিডিপি দলের ৯ নম্বর জার্সিধারী খাদিজা। 
ফাইনাল শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঁচদিন ব্যাপী এই প্রতিযোগিতায় নারী বিভাগে চারটি দল-বাংলাদেশ আনসার ও ভিডিপি, তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ও হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকা অংশ নেয়। 
এর আগে ২০২০ সালে অনুষ্ঠিত ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ আনসার ও ভিডিপি। ঐ আসরে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব। 
আগামীকাল পুরুষ বিভাগের ফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ লড়বে বাংলাদেশ আনসার ও ভিডিপির সাথে।