শিরোনাম
মাউন্ট মঙ্গানুই, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে বিশ্বে দ্বিতীয় বোলিং জুটি হিসেবে ১ হাজার উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের দুই পেসার জেমস এন্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন অনন্য এই মাইলফলক স্পর্শ করেন এন্ডারসন ও ব্রড। মাইলফলক স্পর্শ করতে একত্রে ১৩৩ টেস্ট খেলছেন এ জুটি।
প্রথম জুটি হিসেবে টেস্টে ১ হাজার উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার শেন ওয়ার্ন ও পেসার গ্লেন ম্যাকগ্রা। এজন্য ১০৪ টেস্ট খেলেছেন তারা।
জুটিতে উইকেট শিকারে ওয়ার্ন-ম্যাকগ্রার সমান এন্ডারসন-ব্রড। দুই জুটিরই এখন সমান ১০০১টি করে শিকার রয়েছে। চলমান টেস্টেই ওয়ার্ন-ম্যাকগ্রাকে ছাড়িয়ে যাবার সুযোগ থাকছে এন্ডারসন-ব্রডের।