প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট - ২০২৪ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১১:১১ আপডেট: : ০১ জানুয়ারি ২০২৫, ১২:৪৪

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মঙ্গলবার আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘৩য় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট- ২০২৪’ এর পুরস্কার বিতরণ করেন। 

এ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ২৫ ডিসেম্বর থেকে ৪দিন ব্যাপি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এ সময় মিরপুর সেনানিবাস ন্যাশনাল ডিফেন্স কলেজের চেয়ারম্যান ও আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, প্রাইম ব্যাংক পিএলসি’র তানজিল চৌধুরী, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ আহমেদ আলী, আর্মি গলফ ক্লাবের গলফ ক্যাপ্টেন কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম, সদস্য সচিব লে. কর্নেল সাইফুল ইসলাম এবং আর্মি গলফ ক্লাবের পরিচালক (অপারেশনস্ এন্ড স্পোর্টস্) লে. কর্নেল (অব.) মো. গোলাম মনজুর সিদ্দিকী, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত ৫টি ক্যাটাগরিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো-রেগুলার, ভ্যাটারান, সিনিয়র, লেডিস ও জুনিয়র। টুর্নামেন্টে ৭৭৪ জন গলফার অংশগ্রহণ করেছেন বলে আর্মি গলফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। 

ওই টুর্নামেন্টে কমান্ডার মো. আসাদুজ্জামান নুর ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও ভ্যাটারান উইনার ব্রিগে. জেনা. (অব.) ডা. আব্দুস শহিদ খান, সিনিয়র উইনার. ব্রিগে. জেনা. (অব.) মো. আহসান হাবিব, লেডি উইনার হাফিজা ইমাদ এবং জুনিয়র উইনার মাস্টার খান ফারহান আহমেদ পুরস্কার লাভ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০