শিরোনাম
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : সাবেক সতীর্থ চন্ডিকা হাথুরুসিংহকে কোচিং প্যানেলে প্রধান কোচ হিসেবে পেয়ে উচ্ছসিত বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেছেন তার মাধ্যমে উপকৃত হবে টাইগাররা।
আজ হেরাথ বলেন, ‘চন্ডিকা সম্পর্ক আপনারা জানেন। তিনি আগেও বাংলাদেশ ক্রিকেটের সাথে ছিলেন এবং তার অধীনে টাইগাররা ভাল কেরেছ। আমার নিজের বিষয়ে বলবো, আমি তার সাথে ও তার কোচিংয়ে খেলেছি।’
তিনি আরও বলেন, ‘ তার কাছ থেকে ফিডব্যাক সম্পর্কে আমি অত্যন্ত ইতিবাচ মত পোষন করি এবং একই সাথে আমার বিশ্বাস তাকে পেয়ে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে।’
২০১৪-২০১৭ পর্যন্ত প্রথম দফায় প্রধান কোচ থাকাকালীন ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে দুর্দান্ত দলে পরিণত করেছেন হাথুরুসিংহে। তার অধীনে, তিন ফরম্যাটেই অনেক স্মরণীয় জয় পেয়েছিলো বাংলাদেশ।
অবশ্য কোচ হিসেবে বাংলাদেশ থেকে চলে যাওয়া মধুর ছিল না হাথুরুসিংহের। তবে খেলাটির বাকি দুই ফর্মেট টেস্ট ও টি-টোয়েন্টিতে টাইগারদের শক্তিশালী করতে পারবেন প্রত্যাশায় বিসিবি আগামী দুই বছরের জন্য ততাকে আবারো নিয়োগ দেয়।
কোচ হিসেবে দ্বিতীয় দফায় হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজটি। আগামী মাসেই ইংলিশদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ইংল্যান্ড সিরিজ নিয়ে হেরাথ বলেন, ‘অবশ্যই, যেকোন দলের বিপক্ষে আমাদের প্রত্যাশাই থাকে জয়। এটাই আমাদের প্রধান লক্ষ্য। তবে জয়ের আগে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, অনুশীলন করতে হবে, কিভাবে পরিকল্পনা করা হচ্ছে, এগুলো যত দ্রুত সম্ভব করা উচিত।’
স্পিনার নাসুম আহমেদের জায়গায় দলে আসা বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে আশাবাদি হেরাথ। নাসুমকে কেন বাদ দেয়া হয়েছে সেই ব্যাখ্যা দিয়ে হেরাথ বলেন, ‘আমার মনে হয়, গত সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করেছে সে। এ কারনেই আমি তাইজুলকে এমন একজন বোলার হিসেবে দেখি যে কিনা ওয়ানডেতে ভালো বোলিং করতে পারে।’
তিনি আরও বলেন, ‘সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করে। সাকিব যখন আছে, তখন আরও দু’জন বাঁ-হাতি স্পিনার দরকার নেই। মেহেদি হাসান মিরাজ আছেন। তাই নাসুম বা তাইজুলকে বেছে নিতে হবে নির্বাচকদের। এক্ষেত্রে দু’জনের পারফরমেন্সই সমান। তাই কাউকে বাছাই করতে হবে।’
তিনি আরও জানান, তাইজুলের জন্য নাসুমকে বাদ দেয়াটা নির্বাচকদের সিদ্ধান্ত। এখানে তার নিজের কোন ভূমিকা ছিলো না। তিনি বলেন, ‘কোচ ও অধিনায়ক ছিলেন। আমি না। পারফরমেন্সের ব্যাপারে যদি কোন পরামর্শ বা তথ্য প্রয়োজন হয়, আমি সেটা দিতে পেরেই খুশি।’
হেরাথ বলেন, ‘আমি সবসময় তাইজুলকে দলে পেতেপছন্দ করি। যেমনটা আমি বলেছি, সে ওয়েস্ট ইন্ডিজে ভালো করেছে। সুতরাং ওয়ানডেতেও আমি তাইজুলের অনেক সম্ভাবনা দেখছি।’