বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২২
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪২

নারী হ্যান্ডবল ফাইনাল কাল

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘এক্সিম ব্যাংক ৩৪ তম জাতীয় নারী হ্যান্ডবল’ টুর্নামেন্টের  ফাইনাল আগামীকাল।  বিকেল সাড়ে তিনটায় যশোর জেলার শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই।
এর আগে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুটি সেমি ফাইনাল। প্রথম সেমিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ আনসার বনাম  বাংলাদেশ পুলিশ। দ্বিতীয় সেমিতে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হবে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা। দুই ম্যাচের বিজয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।    
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।এদিকে আজ দ্বিতীয় পর্বের ম্যাচে বাংলাদেশ আনসার ২৮-২ গোলে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থাকে, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ১৯-৭ গোলে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থাকে, বাংলাদেশ পুলিশ ১৭-২ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা ৩২-৬ গোলে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থাকে, বাংলাদেশ আনসার ৪১-১০ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ২১-১৭ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে এবং পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ২৩-২১ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করেছে।
এছাড়া জামালপুর ও মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপুর্ন ম্যাচটি ১০-১০ গোলে ড্র হয়।