শিরোনাম
আবু ধাবি, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : অলরাউন্ডার করিম জানাতের ব্যাটিং ঝড়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো আফগানিস্তান।
গতরাতে সিরিজ নির্ধারনী ম্যাচে আফগানিস্তান ৬ উইকেটে হারিয়েছে আরব আমিরাতকে। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো সফরকারী আফগানরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৫ উইকেটে জিতেছিলো আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে আফগানদের ৯ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনে আরব আমিরাত।
আবু ধাবিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আফগানিস্তান। এ ম্যাচেও আরব আমিরাতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মুহাম্মদ ওয়াসিম ও বৃত্তিয়া অরবিন্দ। ১৫ দশমিক ৪ ওভারে ১২৯ রান তুলেন তারা। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। ওয়াসিম ৮টি চার ও ৩টি ছক্কায় ৫০ বলে ৭৫ রান করেন। ৫৩ বলে ৫৯ রান করতে ৭টি চার ও ১টি ছক্কা হাঁকান অরবিন্দ।
দুই ওপেনারের পর আরব আমিরাতের আর কোন ব্যাটার দু’অংকের কোটা পার করতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান করে আরব আমিরাত। আফগানিস্তানের রশিদ খান-গুলবাদিন নাইব ২টি করে উইকেট নেন।
১৬৪ রানের জবাবে দ্রুত রান তুলতে পারেনি আফগানিস্তান। ১৩ দশমিক ১ ওভারে ৮৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এক পর্যায়ে ম্যাচ জিততে শেষ ৪১ বলে ৭৮ রানের দরকার পড়ে আফগানিস্তানের। পঞ্চম উইকেটে ইব্রাহিম জাদরানকে নিয়ে ৩৬ বলে অবিচ্ছিন্ন ৮০ রান তুলে ৫ বল হাতে রেখে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন জানাত।
আড়াইশর বেশি স্ট্র্রাইক রেটে ২২ বলে অপরাজিত ৫৬ রান করেন জানাত। ৪টি চার ও ৫টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। অন্যপ্রান্তে ৫১ বলে অনবদ্য ৬০ রান তুলেন জাদরান। ম্যাচ সেরা হন জানাত।