বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৯

ভাষা শহীদদের প্রতি সাকিব-তামিম-মাশরাফি-নিগারদের শ্রদ্ধা

ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : আজ মহান ২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস। ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে  বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। 
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক।’
ওয়ানডে অধিনায়ক তামিম লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘যাদের ত্যাগে আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় গান গাই তাদের জানাই বিন¤্র শ্রদ্ধা।’ 
মুশফিকুর রহিম লিখেছেন, ‘সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
মাহমুদুল্লাহ রিয়াদ লিখেন, ‘যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদদের কে কি ভুলতে পারি? ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’ 
পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আমার দুঃখিনী বাংলায় শত রক্তের ছাপ। একুশ আমাদের অহংকার, আমাদের গর্ব। ২১শে ফেব্রুয়ারি কোন সংখ্যা নয়, একুশ সকল বাঙালির হৃদয়ে গাঁথা। এই মহান দিবসে শ্রদ্ধায় অবনত হই ভাষা শহীদদের প্রতি, যারা আমাদের পরিচয় অক্ষত রেখে গেছে।‘
বর্তমানে দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি বিশ^কাপ নিয়ে ব্যস্ত বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফেসবুকে নিগার লিখেছেন, ‘বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ...সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাই।’