শিরোনাম
নয়া দিল্লি, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : বাম কনুইয়ে চিড় ধরায় ভারতের বিপক্ষে চলমান বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার।
দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের অষ্টম ওভারে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বাউন্সারে কনুইয়ে আঘাত পান ওয়ার্নার। এরপর মাঠেই প্রাথমিক চিকিৎসা নেন ওয়ার্নার। পরবর্তীতে ১০ম ওভারে সিরাজের বাউন্সার লাগে ওয়ার্নারের হেলমেটে ।
যে কারনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে পারেননি ওয়ার্নার। তার জায়গায় কনকাশন সাব হন ম্যাট রেনশ।
তৃতীয় টেস্টের আগেই ওয়ার্নার সুস্থ হয়ে উঠবেন বলে ধারনা করা হয়েছি। কিন্তু ওয়ার্নারের খেলার সুযোগ দেখছে না টিম ম্যানেজমেন্ট। এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানায় , ‘ভারত সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়ার্নার। সে বাড়ি ফিরে যাবে।’
চলমান টেস্টে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ২ টেস্টের ৩ ইনিংসে ২৬ রান করেছেন ওয়ার্নার। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দলের সাথে যোগ দিতে পারেন ওয়ার্নার।
ইনজুরির কারনে ভারত সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার জশ হ্যাজেলউডও।