বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৯

ঢাকা মেয়র কাপ ক্রিকেটে ৩৮ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ৩৮ নম্বর ওয়ার্ড।
আজ রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ সিটির ৩৮ নম্বর ওয়ার্ড ৫ উইকেটে  ১২ নম্বর ওয়ার্ডকে হারিয়ে শিরোপা লাভ করে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১২ নম্বর ওয়ার্ড নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান করে। জবাবে শামসুল ইসলাম অনিকের অপরাজিত ১১৩ রানে ভর করে ১৭ ওভারেই ৫ উইকেটে ১৭৫ রান করে ৩৮ নম্বর ওয়ার্ড। অনিক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
এর আগে আজ সকালে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি দু'দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, দক্ষিণ সিটির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাদ্দেস হোসেন জাহিদসহ দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।