বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৯

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডে ম্যাক্সওয়েল, মার্শ

সিডনি, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/এএফপি) : দীর্ঘ ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ।  ভারতের বিপক্ষে আজ ঘোষিত  ওয়ানডে সিরিজের স্কোয়াডভুক্ত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তারা।
গত নভেম্বরে এক বন্ধুর ৫০তম জন্মদিনের পার্টিতে   পিছলে পড়ে পা ভেঙ্গে গিয়েছিল অল রাউন্ডার ম্যাক্সওয়েলের। ওই ঘটনায় অস্ত্রোপচার করাতে হয়েছে তার। অপরদিকে বাঁ পায়ের গোঁড়ালির দীর্ঘদিনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে  অস্ত্রোপচার করান মার্শ।
আগামী ১৭ ও ২২ মার্চ যথাক্রমে বিশাখাপত্মমও চেন্নাইয়ে ওয়ানডে  ম্যাচে অংশগ্রহনের জন্য দু’জনই মুম্বাই ফিরতে যাচ্ছেন। ওপেনার ডেভিড ওয়ার্নারকেও রাখা হয়েছে স্কোয়াডে। এই সপ্তাহে ভারতে টেস্ট সিরিজের সফরেও ছিলেন তিনি। কিন্তু হাতের কনুইয়ে  চিড় ধরা পড়ায় ফিরে গেছেন। ইনজুরির কারণে আগেভাগে দেশে ফেরা পেসার জশ হ্যাজেলউড অবশ্য  বাদ পড়েছেন।
এই বছরের শেষদিকেই ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ভারতীয়  কন্ডিশন সম্পর্কে ধারনা নিতে এই সিরিজ অসিদের জন্য গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে। অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের চেয়ারম্যান জর্জ বেইলি বলেনে,‘ বিশ্বকাপের বাকী আর মাত্র সাত মাস। তাই ভারতের বিপক্ষে ম্যাচগুলো আমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপুর্ন।’
অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), সিন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।