বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৩

তৃতীয় টেস্টে থাকছেন না কামিন্স

সিডনি, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/এএফপি) : গুরুতর অসুস্থ মায়ের পাশে থাকতে দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। আর সে কারনেই ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে তার আর খেলা হচ্ছেনা।
কামিন্সের পরিবর্তে এ ম্যাচে  অস্ট্রেলিয়ার  অধিনায়কত্ব করবেন  স্টিভ স্মিথ। প্রথম দুই টেস্টে স্বাগতিক ভারতের কাছে বড় পরাজয়ে অস্ট্রেলিয়ান সামনে এখন চার ম্যাচ সিরিজ হারানোর শঙ্কা। দলের মূল পেসার কামিন্সকে হারানোটা অস্ট্রেলিয়ার জন্য দু:সংবাদ। একইসাথে দলে রয়েছে ইনজুরি সমস্যা। আইসিসি টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে কামিন্স বর্তমানে তৃতীয় স্থানে আছেন।
এক বিবৃতিতে কামিন্স বলেছেন, ‘এই মুহূর্তে আমি দেশে ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি এসময় আমার পরিবারের সাথে থাকাটা বেশী জরুরী।  কঠিন এই সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও একইসাথে দলীয় সতীর্থদের সমর্থনের প্রশংসা করছি। আমাকে বোঝার জন্য সবাইকে ধন্যবাদ।’
মায়ের গুরুতর অসুস্থতার খবর পেয়ে কামিন্স এ সপ্তাহেই অস্ট্রেলিয়ায় ফিরে এসেছেন। কিন্তু ধারনা করা হয়েছিল হয়তোবা তৃতীয় টেস্টের আগে তিনি ভারতে ফিরে যেতে পারবেন।
চার ম্যাচ সিরিচে এই মুহূর্তে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ৬ উইকেটে পরাজিত হয়ছে। ভারতীয় স্পিনার রবিন্দ্র জাদেজার বোলিং তোপে অস্ট্রেলিয়ান ব্যাটিংয়ে ধ্বস নামে। দ্বিতীয় ইনিংসে জাদেজা ৪২ রানে ৭ উইকেট দখল করায় অস্ট্রেলিয়ার ইনিংস মাত্র ১১৩ রানে গুটিয়ে যায়। এই পরাজয়ের পর কামিন্স হতাশা প্রকাশ করে বলেছিলেন ভারতের স্পিন সহায়ক কন্ডিশনের সাথে তার দল মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে। এ সময় তিনি বলেন, ‘সবাই তাদের নিজ ম্যাচ নিয়ন্ত্রন করে। কিছু কিছু বল সত্যিকার অর্থেই খেলা কঠিন হয়ে যায়। কিন্তু শট চয়েজের একটি ব্যপারও রয়েছে। আমরা আসলে সেটা করতে পারিনি বলেই আমার মনে হয়।’
১০জন অস্ট্রেলিয়ান ব্যাটনম্যানের মধ্যে ছয়জনই জাদেজা ও রবিচন্দ্রন অশ^ীনের বলে সুইপ শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন।
আগামী ১ মার্চ ইন্দোরে শুরু হবে তৃতীয় টেস্ট।