বাসস
  ১৫ এপ্রিল ২০২৩, ১৬:০৯

আইপিএল: ব্রুকের সেঞ্চুরিতে হারলো লিটনবিহীন কোলকাতা

কোলকাতা, ১৫ এপ্রিল, ২০২৩ (বাসস) : ইংল্যান্ডের হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদ ২৩ রানে হারিয়েছে কোলকাতা নাইট রাইডার্সকে। এ ম্যাচে খেলার সুযোগ পাননি কোলকাতার বাংলাদেশী ব্যাটার লিটন দাস।
গতরাতে কোলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে বোলিং করতে নামে কোলকাতা। ওপেনার হিসেবে নেমে ৫৫ বলে এবারের আসরে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান সানরাইজার্স হায়দারাবাদের ব্রুক। তার বিধ্বংসী সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২২৮ রানের বিশাল সংগ্রহ পায় হায়দারাবাদ।
৫৫ বল খেলে ১২টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ১০০ রান করেন ব্রুক। এছাড়া ২৬ বলে ৫০ রান করেন হায়দারাবাদের অধিনায়ক দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। কোলকাতার ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় আন্দ্রে রাসেল ৩ উইকেট নেন।
জবাবে ২০ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে কোলকাতা। শুরুর ধাক্কা আমলে না নিয়ে ব্যাট হাতে ঝড় তুলেন অধিনায়ক নীতিশ রানা। চতুর্থ উইকেটে নারায়ন জাগাদেশানের সাথে ২৯ বলে ৬২ এবং ষষ্ঠ উইকেটে রিঙ্কু সিংয়ের সাথে ৩৯ বলে ৬৯ রান যোগ করেন রানা।
৫টি চার ও ৬টি ছক্কায় ৪১ বলে ৭৫ রানে থামেন রানা। রানা ফেরার পর অনপ্রান্তে দলের জয়ের আশা ধরে রেখেছিলেন রিঙ্কু। শেষ পর্যন্ত  নাটকের জন্ম দিতে পারেননি রিঙ্কু। ২০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান করে ম্যাচ হারে কোলকাতা। ৪টি করে চার-ছক্কায় ৩১ বলে অপরাজিত ৫৮ রান করেন রিঙ্কু। হায়দারাবাদের দক্ষিণ আফ্রিকান মার্কো জানসেন ও মায়াঙ্ক মানকান্ডে ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ব্রুক।
এখন পর্যন্ত ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে কোলকাতা। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে সপ্তমস্থানে হায়দারাবাদ।