চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান দলের মেন্টর ইউনিস

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৩২

ঢাকা, ৮ জানুয়ারি ২০২৫ (বাসস) : চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান। আসন্ন এই টুর্ণামেন্টে আফগানিস্তান দলের মেন্টর হিসেবে কাজ করবেন ইউনিস। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২০২২ সালে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ইউনিস। 

এ সম্পর্কে এসিবি’র মুখপাত্র সাইদ নাসিম সাদাত ক্রিকবাজকে বলেছেন, ‘পাকিস্তানের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার ইউনিস খানকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান দলের মেন্টর হিসেবে দায়িত্ব দিয়েছে এসিবি। পাকিস্তানে আসর শুরু হবার আগেই ইউনিস দলের সাথে যোগ দিবেন।’

খেলোয়াড়ি ক্যারিয়ারে ইউনিস ১১৮ টেস্টে ১০,০৯৯ রান করেছেন। এর মধ্যে রয়েছে ক্যারিয়ার সেরা ৩১৩ রানের ইনিংস। আইসিসি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ব্যাটারও হয়েছেন। ২০০৯ সালে প্রথমবারের মত টি২০ বিশ্বকাপ জয়ী পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। 

পেশাদার ক্যারিয়ার শেষে কোচিং পেশায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইউনিস। এর মধ্যে পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)’এ ইউনিস পেশোয়ার জালমির কোচ হিসেবে কাজ করেছেন। সম্প্রতি আবু ধাবিতে টি১০ লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচ ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০