বাসস
  ১৫ এপ্রিল ২০২৩, ১৯:৪২

ক্যারিয়ারের প্রথম শততম ম্যাচ খেললেন বাবর

লাহোর, ১৫ এপ্রিল ২০২৩ (বাসস) : বিশ্বের ২০তম ও পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম।
গতরাতে লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে নিজের ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি খেলতে নামেন বাবর।
আন্তর্জাতিক ক্যারিয়ারের কোন ফরম্যাটে প্রথম শততম ম্যাচ খেলতে পারাটা বড় সম্মানের বলে মনে করছেন বাবর। ম্যাচ শেষে আবেগী কণ্ঠে বাবর বলেন, ‘কখনও ভাবতে পারিনি, প্রত্যাশা করতে পারিনি এত দূর আসবো। এই অর্জন অনেক বেশি সম্মানের।’
২০১৫ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাবরের। পরের বছর টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেক হয় তার। আট বছরের ক্যারিয়ারে এখন অবধি ৪৭টি টেস্ট, ৯৫টি ওয়ানডে খেলেছেন বাবর। একমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে শততম ম্যাচ খেলার স্বাদ পেলেন বাবর। শততম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ৯ রান করেন বাবর। তবে ৮৮ রানের জয়ে শততম টি-টোয়েন্টি স্মরনীয় করে রেখেছেন বাবর।
বাবরের আগে পাকিস্তানের হয়ে ১শ বা তার বেশি টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। মালিক ১২৩টি এবং হাফিজ ১১৯টি টি-টোয়েন্টি খেলেছেন।