বাসস
  ১৭ এপ্রিল ২০২৩, ২০:৩১

অঙ্কনের ব্যাটিংয়ে টানা ষষ্ঠ জয় মোহামেডানের

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৩ (বাসস) : উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটিং নৈপুন্যে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা ষষ্ঠ জয়ের স্বাদ পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আজ লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে মোহামেডান ৫ উইকেটে হারিয়েছে ঢাকা লিওপার্ডসকে। প্রথম পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর সাকিব-মিরাজরা যোগদানের পর টানা ছয় জয়ে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে থেকে সুপার লিগে খেলতে নামবে মোহামেডান। ১১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শেষ দল হিসেবে রেলিগেশন লিগে খেলবে লিওপার্ডস।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেয় সাকিববিহীন মোহামেডান। আগেই সুপার লিগ নিশ্চিত হওয়ায় এ ম্যাচে খেলেননি সাকিব।
নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢাকা লিওপার্ডসকে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রানের বেশি করতে দেয়নি মোহামেডানের বোলাররা। ঢাকা লিওপার্ডসের পক্ষে আশিকুর রহমান ৪৮, অধিনায়ক সোহরাওয়ার্দি শুভ ৩৯ ও সাব্বির রহমান ৩৫ রান করেন। মোহামেডানের মেহেদি হাসান মিরাজ-জ্যাক লিন্টট ২টি করে উইকেট শিকার করেন।
২২৯ রানের জবাবে প্রথম ওভারে উইকেট হারালেও ওপেনার-অধিনায়ক ইমরুল কায়েস ও অঙ্কনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১৯ বল বাকী থাকতে জয় তুলে নেয় মোহামেডান। ইমরুল ১০টি চারে ৫৮ রানে থামেন। আগের ম্যাচে সেঞ্চুরি করা অঙ্কন ৯৬ রানে থামেন। ১২১ বল খেলে ৫টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।
এছাড়া মোহামেডানের পক্ষে মোহাম্মদ আশরাফুল ৩৬ বলে ৪টি চারে ২৭ ও মিরাজ ৫০ বলে অপরাজিত ৩৫ রান করেন।