বাসস
  ১৯ এপ্রিল ২০২৩, ১৫:১৬

চ্যাম্পিয়ন্স লিগ: রদ্রিগোর জোড়া গোলে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

লন্ডন, ১৯ এপ্রিল ২০২৩ (বাসস) : রদ্রিগোর জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
গতরাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল ২-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব চেলসিকে। প্রথম লেগও ২-০ গোলে জিতেছিলো কার্লো আনলোচেত্তির দল রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে এগিয়ে সেমির টিকিট পেল রিয়াল। ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে নিজেদের সর্বশেষ চার ম্যাচে হারলো চেলসি। এর আগে ১৯৯৩ সালে সর্বশেষ টানা চার ম্যাচ হেরেছিলো চেলসি।
প্রথম লেগে ২-০ গোলে জয় পাওয়ায় এ ম্যাচে ড্র বা ১-০ গোলে জিতলেই হতো রিয়ালের।
গতরাতে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে শুরু করে রিয়াল। ২০ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করে রিয়াল। দানি কারভাহালের কাছ থেকে বল পেয়ে দ্রুত গতির শট নিয়েছিলেন রদ্রিগো। কিন্তু চেলসির পোষ্টের ঘা ঘেষে চলে যায় ব্রাজিলিয়ান রদ্রিগোর শটটি।
৩২ মিনিটে কারভাহালের কাছ থেকে বল পেয়ে চেলসির গোলেমুখে শট নেন রিয়ালের লুকা মদ্রিচ। সেটি কর্ণারের বিনিময়ে রক্ষা করেন চেলসির গোলরক্ষক কেপা আরিসাবালাগা।
প্রথমার্ধের শেষ মিনিটে রিয়ালকে গোল হজম থেকে রক্ষা করেন গোলরক্ষক থিবো কোর্তোয়ার। ডি বক্স থেকে চেলসির মার্ক কোরেইয়ার শট দারুণ দক্ষতায় ডান দিকে ঝাপিয়ে রক্ষা করেন কোর্তোয়া। শেষ পর্যন্ত গোলশুন্য অবস্থায়  বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই নিজেদের গুছিয়ে নিয়ে খেলতে থাকা রিয়াল  গোলের দেখা পায়। ম্যাচের ৫৮ মিনিটে ডান দিক দিয়ে বল নিয়ে রদ্রিগোকে যোগান দেন ভিনিসিয়াস। বল পেয়ে গোল করতে ভুল করেননি রদ্রিগো। ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল।
এরপর ম্যাচে সমতা ফেরাতে আক্রমনের ধার বাড়িয়েও রিয়ালের রক্ষণদূর্গ ভাঙ্গতে পারেনি চেলসি। উল্টো ম্যাচের ৮০ মিনিটে দ্বিতীয় গোল হজম করে চেলসি। ভিনিসিয়াসের কাছ থেকে বল পেয়ে চেলসির বিপদ সীমানায় প্রবেশ করেন মিডফিল্ডার ভালভার্দে। ডান প্রান্তে থাকা রদ্রিগোকে বল পাস দেন তিনি। বল নিয়ে বুদ্ধিমত্তার সাথে দ্বিতীয় গোল আদায় করে রদ্রিগো। রদ্রিগোর জোড়া গোলেই ২-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রিয়াল।
২২ বছর ৯৯ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোল করে রেকর্ড করেছেন রদ্রিগো। চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অ্যাওয়ে টিমের কোন খেলোয়াড় সর্বকনিষ্ঠ বয়সে জোড়া গোল করলেন।
রদ্রিগোর সাথে রেকর্ড গড়েছে চ্যাম্পিয়ন্স লিগে ১৪টি শিরোপার মালিক রিয়ালও। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম ‘অ্যাওয়ে দল’ হিসেবে স্টামফোর্ড ব্রিজে দু’বার জয় পেল রিয়াল। প্রথমটি গত বছরের ৬ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল ৩-১ গোলে হারিয়েছিলো চেলসিকে।