বাসস
  ২০ এপ্রিল ২০২৩, ১৭:১২

চ্যাম্পিয়ন্স লিগ: বেনফিকার বিদায়: সেমিফাইনালে মিলান ডার্বি

সান সিরো, ২০ এপ্রিল, ২০২৩ (বাসস) : উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। সেমিতে ইন্টার মিলানের প্রতিপক্ষ এসি মিলান। ছয় বছর পর ইতালিয়ান কোন দল সেমিতে উঠলো।
গতরাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পর্তুগীজ ক্লাব বেনফিকার সাথে ৩-৩ গোলে ড্র করে ইন্টার মিলান। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিলো ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থাকায় সেমিতে নাম লেখায় ইন্টার মিলান।
প্রথম লেগে বেনিফিকার সাথে দুর্দান্ত জয়ের পর  সেমিতে এক পা দিয়ে রেখেছিলো ইন্টার মিলান। সেই সাথে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নকআউট পর্বে প্রথম লেগে অন্তত ২ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগের কারনে কোন টুর্নামেন্টের শুরুতে বাদ পড়েনি ইন্টার মিলান। প্রথম লেগে পিছিয়ে পড়ে নয়বারের মধ্যে মাত্র একবার দ্বিতীয় লেগের সাফল্যে পরের রাউন্ডে যাবার রেকর্ড আছে বেনফিকার। তাই দ্বিতীয় লেগের ম্যাচে আত্মবিশ^াসী ছিলো ইন্টার মিলান।
সান সিরোতে ১৪ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় ইন্টার মিলান। আর্জেন্টিনার লটারো মার্টিনেজের কাছ বল পেয়ে প্রতিপক্ষের ডি বক্সে প্রবেশ করে দারুণ শটে বল জালে জড়ান নিকোলো বারেলা। শুরুতেই ১-০ গোলে এগিয়ে গেলেও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইন্টার মিলান। ৩৮ মিনিটে ম্যাচে সমতা আনে বেনফিকা।
ইন্টার মিলানের বক্সের বাইরে থেকে রাফার ক্রস থেকে হেডে গোল করেন ফ্রেডরিক অর্সনেস। ১-১ সমতা এনে ম্যাচের বিরতিতে যায় বেনফিকা।
গোলের ব্যবধান বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মরিয়া হয়ে খেলে  ইন্টার মিলান ও বেনফিকা। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে আবারও এগিয়ে যায় ইন্টার মিলান। ফেডরিকো ডিমারকোর পাস থেকে ডান পায়ের শটে বলকে বেনিফাকার জালে পাঠান মার্টিনেজ।
৭৫ মিনিটে মার্টিনেজের বদলি হিসেবে নেমে ৭৮ মিনিটে গোল আদায় করে নেন ইন্টার মিলানের আর্জেন্টাইন ফুটবলার জোয়াকিন কোরেয়া। ৩-১ গোলে এগিয়ে যায় ইন্টার মিলান।
হার নিশ্চিত হয়ে যাবার পরও হাল ছাড়েনি বেনফিকা। ম্যাচের শেষ দিকে দুই গোল করে হার এড়ায় তারা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিজেদের বিদায় এড়াতে পারেনি বেনফিকা। ৮৬ মিনিটে আন্তোনিও সিলভা এবং ইনজুরির সময়ে পঞ্চম মিনিটে  বেনফিকার হয়ে তৃতীয় গোল করেন পিটার মুসা। ৩-৩ সমতার হার এড়িয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়ে বেনফিকা।
পাঁচ বছর পর ইতালির কোন দল হিসেবে গত পরশু চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান। সেমিতে এসি মিলানের প্রতিপক্ষ ইন্টার মিলান। তাই চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে মিলান ডার্বি দেখার সুযোগ পেল ফুটবলপ্রেমিরা।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দু’বার দেখা হয়েছিলো দুই মিলানের। ২০০২-০৩ মৌসুমে সেমিতে ও ২০০৪-০৫ মৌসুমে কোয়ার্টারফাইনালে। দু’বারই জয় পেয়েছিলো এসি মিলান।
২০১০ সালে তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পর প্রথম সেমিফাইনাল খেলবে ইন্টার মিলান। ইতালিয়ান কোন ক্লাব হিসেবে সেটিই ছিলো সর্বশেষ কোন দলের শিরোপা জয়। ২০১৫ ও ২০১৭ সালের ফাইনালে উঠলেও রানার্স-আপ হতে হয় আরেক ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে।