বাসস
  ২১ এপ্রিল ২০২৩, ১৭:১৪

ইউরোপা লিগ: ম্যানচেষ্টার ইউনাইটেডকে হারিয়ে সেমিফাইনালে সেভিয়া

মাদ্রিদ, ২১ এপ্রিল, ২০২৩ (বাসস) : ইউরোপা ফুটবল লিগের সেমিফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া।
গতরাতে  কোয়ার্টারফাইনালের দ্বিতীয় লেগে সেভিয়া ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেডকে। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে আসরের সেমির টিকিট পায় সেভিয়া। ওল্ড ট্রাফোর্ডে গত সপ্তাহে অনুষ্ঠিত  প্রথম লেগ ২-২ গোলে ড্র করেছিলো সেভিয়া ও ম্যান ইউ।
দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই সেভিয়াকে এগিয়ে দেন মরক্কোর স্ট্রাইকার ইউসেফ এন-নেসরি। ১-০ গোলে এগিয়ে ম্যাচের প্রথমভাগ শেষ করে সেভিয়া।
ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরুতেই গোলের ব্যবধান দ্বিগুন করে সেভিয়া। রাকিটিচের কর্নার থেকে হেডে গোল করেন লোইক বাদে।
৮১ মিনিটে সেভিয়াকে তৃতীয় গোল এনে দেন প্রথম গোলের মালিক এন-নেসরি। শেষ পর্যন্ত  ৩-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে সেভিয়া।
এ নিয়ে টানা ছয় মৌসুম স্প্যানিশ ক্লাবগুলোর কাছে হেরে ইউরোপা লিগের নক আউট পর্ব থেকে বিদায় নিলো ম্যান ইউ। এরমধ্যে তিনবারই সেভিয়ার কাছে হেরেছে ম্যান ইউ। আগের দু’বার ছিলো ২০১৮ ও ২০২০ সালে।
সেমিতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে লড়বে সেভিয়া।