বিশ্ব পর্যটন দিবসে কুয়াকাটায় পর্যটকদের ফুল দিয়ে বরণ

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৫
বিশ্ব পর্যটন দিবস আগত কুয়াকাটায় পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নিলেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন। ছবি: বাসস

পটুয়াখালী, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ও পূজাকে কেন্দ্র করে কুয়াকাটায় শুরু হয়েছে পর্যটকদের আগমন। দিবসটিতে আগত পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নিলেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনসহ স্থানীয় স্টেক হোন্ডাররা।

আজ শনিবার দুপুরে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ বক্স এলাকায় সৈকতে নামার পথে সকল নারী-পুরুষ, শিশু বৃদ্ধ সকল পর্যটকদের হাতে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসকের আয়োজনে বিশ্ব পর্যটন দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

"টেকসই উন্নয়নে পর্যটন " এ প্রতিপাদ্যে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নেতৃত্বে কুয়াকাটা পৌর ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পর্যটন হলিডে হোমসের সভা কক্ষে এক আলোচনা সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াছিন সাদেকের সভাপতিত্বে জেলা, উপজেলা প্রশাসন, হোটেল-মোটেল ওনার্স, ট্যুর অপারেটরস, রেস্টুরেন্ট মালিক সমিতিসহ নানা পেশার মানুষ র‌্যালিতে অংশ নেন। 

ঢাকা থেকে আগত মাইশা নামের এক পর্যটক জানান, আমি গত ঈদের দিনে কক্সবাজার ছিলাম, কিন্তু এমন আয়োজন দেখিনি। আজকে আমি সৈকতে নামার সাথে সাথে ফুল দিয়ে বরণ করে নিলেন।

আসলে বিষয়টি ভালো লেগেছে, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। তাদের দেখে মনে হলো তাঁরা পর্যটন বান্ধব। এটি পর্যটন কেন্দ্রর জন্য খুবই ভালো দিক।

এ বিষয়ে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম. এ মোতালেব শরীফ জানান, আজকে বিশ্ব পর্যটন দিবস মানে পর্যটকদের ঘিরে এই দিনে আমরা পর্যটকদের সাথে নিয়ে আনন্দ ভাগাভাগি করতে আজকে ফুল দিয়ে পর্যটকদের বরণ করে নিচ্ছি। এই আয়োজন আমরা অব্যাহত রাখবো। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০