বিজিএমইএ’র সোয়েটার বিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৮:৩০ আপডেট: : ২৮ আগস্ট ২০২৫, ১৯:০২

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): বিজিএমইএ’র সোয়েটার বিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভা চট্টগ্রামে বিজিএমইএ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

গত ২৬ আগস্ট অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব  করেন বিজিএমইএ’র  সোয়েটার বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ফয়জুল মতিন।

সভায় বিজিএমইএ  সহসভাপতি ও সোয়েটার বিষয়ক স্থায়ী কমিটির পরিচালক মোহাম্মদ রফিক চৌধুরী সোয়েটার কারখানার সমস্যাগুলোকে চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রফিক চৌধুরী ইউরোপসহ নতুন নতুন বাজার খুঁজে নিয়ে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে এ খাতের কারখানা ও বিনিয়োগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সোয়েটার শিল্পের রপ্তানি বৃদ্ধির জন্য নীতি সহায়তা ও অবকাঠামোগত সুবিধা, উদ্যোক্তাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, আন্তর্জাতিক ব্র্যান্ডের চাহিদা অনুযায়ী গুণগত মান বজায় রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে মর্মে তিনি আশ্বস্ত করেন।

কমিটির চেয়ারম্যান ফয়জুল মতিন কস্টিং ইস্যুতে কম মূল্যে কাজ নেয়া, বাজার সংকোচন, লেবার সমস্যা, গ্যাস সংক্রান্ত সমস্যা, বয়লার সংক্রান্ত সমস্যা, এইচ.এস. কোড জটিলতা ইত্যাদি বিষয় আলোকপাত করে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।

বিজিএমইএ পরিচালক রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র সোয়েটার বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান শিব্বির আহমেদ, সদস্য বাবুল দাশ, মোহাম্মদ মহিউদ্দিন, বিজন পাল এবং বিজিএমইএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ 
ওসমান হাদিকে গুলির ঘটনায় ক্ষুব্ধ গণতান্ত্রিক সংস্কার জোট
ওসমান হাদিকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ তারেক রহমানের
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
১০