তাইওয়ান স্মার্ট এগ্রিউইক এক্সপোতে অংশ নিচ্ছে ডিসিসিআই’র ব্যবসায়ী প্রতিনিধিদল

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর আট সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল আগামীকাল তাইওয়ানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। তারা ৩ থেকে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ‘তাইওয়ান স্মার্ট এগ্রিউইক এক্সপো-২০২৫’-এ অংশ নেবেন।

ডিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধিদল কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও পশুখাদ্য, কোল্ড-চেইন, কৃষি-খাদ্য এবং টেকসই কৃষিতে প্রযুক্তিগত সহায়তা পাওয়ার লক্ষ্যে এক্সপোতে অংশ নিচ্ছে। 

আজ সোমবার ডিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এক্সপোতে অংশগ্রহণকারী কোম্পানিগুলো শিল্পখাতের নেতৃবৃন্দ ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবে। তারা কৃষি ভ্যালু চেইনের বিভিন্ন পর্যায়ে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং স্মার্ট কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

পাঁচটি মূল নীতিকে ভিত্তি করে এ বছর এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো— টেকসই উন্নয়ন, বাজার সম্প্রসারণ, অগ্রগতি, স্থিতিশীলতা এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। প্রদর্শনীতে কৃষি খাতের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট সমাধান তুলে ধরা হবে। পাশাপাশি কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সম্পূর্ণ ভ্যালুচেইন ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সরঞ্জামও উপস্থাপন করা হবে।

এ এক্সপোতে তাইওয়ান, এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশের কৃষি খাতের বিশেষজ্ঞ, ব্যবসায়িক নেতা ও নীতিনির্ধারকরা অংশ নেবেন।

এ সফরকালে ডিসিসিআই প্রতিনিধিদল তাইওয়ানের ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বেশ কয়েকটি ম্যাচমেকিং বৈঠক করবেন এবং বিভিন্ন বিষয়ের ওপর সম্মেলনে অংশ নেবেন।

এ আয়োজন ডিসিসিআই-এর অংশগ্রহণকারী কোম্পানিগুলোকে বিশ্বব্যাপী টেকসই কৃষির চলমান প্রবণতা সম্পর্কে জানার, রপ্তানি সক্ষমতা উন্নত করার এবং উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সমাধান গ্রহণের সুযোগ করে দেবে।

রাজীব এইচ চৌধুরী ছাড়াও এক্সপোতে অংশগ্রহণকারীরা হলেন- ডিসিসিআই পরিচালক ও মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশীদ মাইমুনুল ইসলাম, ডিসিসিআই পরিচালক ও পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ-দৌলাহ,  ডিসিসিআই পরিচালক ও অ্যাডভান্স অফিস টেকনোলজি অ্যান্ড সার্ভিসেসের সিইও ও স্বত্বাধিকারী এম. মোশাররফ হোসেন, ফারমার্স মার্কেট এশিয়া’র ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু বকর, মেঘনা প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ জসীম এবং লাল তীর সিড লিমিটেডের পরিচালক তাজওয়ার মুহাম্মদ আওয়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যান্সার হাসপাতালে জামায়াতের ১ কোটি টাকা অনুদান
দেশব্যাপী বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারার সময় বাড়লো আরো ২৪ ঘণ্টা
বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’কে ফুলেল শুভেচ্ছা জানালো এনসিপি
আঞ্চলিক শীর্ষ সম্মেলনে পশ্চিমা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন শি ও পুতিন
ষড়যন্ত্রের জাল ছিঁড়ে জনগণের জয় হবেই : গয়েশ্বর
ডিএমপি’র এডিসি শেখ রাজীবুল হাসান সাময়িক বরখাস্ত
অক্টোবরে বিসিবি নির্বাচন
দেশের ৯৫ ভাগ মানুষ নির্বাচন চায় : সিলেটে বুলু
১০