ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : স্থানীয় ও বিদেশি বেসরকারি খাতের সম্ভাবনা কাজে লাগাতে বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণের ওপর গুরুত্ব আরোপ করেছেন। আজ রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এই গুরুত্ব আরোপ করেন।
তারা বলেন, ২০২২ সাল থেকে বাংলাদেশের অর্থনীতি সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কাঠামোগত দুর্বলতা- যেমন কম বিনিয়োগ, সীমিত রপ্তানি বৈচিত্র্য, দুর্বল এফডিআই প্রবাহ এবং ভঙ্গুর লজিস্টিক ব্যবস্থা।
তবে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সংস্কার কার্যক্রম ও সুশাসনের উদ্যোগ অর্থনৈতিক পুনরুদ্ধারে আশার সঞ্চার করেছে বলে তারা উল্লেখ করেন।
অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) সহায়তায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
বৈঠকের শিরোনাম ছিল ‘পাথ টু ইকোনমিক টার্নঅ্যারাউন্ড: হাউ বিজনেস এনভায়রনমেন্ট ফেয়ারস অ্যান্ড প্রায়োরিটিস’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব এবং অস্ট্রেডের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার বেন কারসন।
বৈঠকে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের (পিইবি) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড.মাসরুর রিয়াজ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি ব্যবসার পরিবেশ উন্নতকরণ ও বিনিয়োগ অগ্রাধিকারের বিষয়টিকে জরুরি হিসেবে তুলে ধরেন।
প্যানেল আলোচনায় লাফার্জ হোলসিম বাংলাদেশের সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরী, নিউএজ গ্রুপের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এবং ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আকতার মালা বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত দেন।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস, জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাটাওকা, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আহমেদ শাহীন, শাশা ডেনিমসের ম্যানেজিং ডিরেক্টর শামস মাহমুদ, ইউএনডিপির মেহরুনা চৌধুরী, গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর হোসেন সাদাত এবং স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার স্নেহাশীষ বড়ুয়া।
এছাড়া সরকার, বেসরকারি খাত ও কূটনৈতিক অঙ্গনের অন্যান্য বিশিষ্ট প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।