চট্টগ্রাম বন্দর এনসিটি’তে কনটেইনার হ্যান্ডলিংয়ে সিডিডিএল’র রেকর্ড

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১০
ফাইল ছবি

চট্টগ্রাম, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রমে দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানটি বন্দরের ইতিহাসে উল্লেখযোগ্য রেকর্ড গড়ে তুলেছে।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মাইলফলক গড়ার মাধ্যমে ড্রাই ডক দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বারকে আরো কার্যকর ও গতিশীল করে তুলেছে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ আগস্ট আগের সব রেকর্ড ছাড়িয়ে একদিনে ৫ হাজার ৬১টি ইইউএস কনটেইনার হ্যান্ডলিং করে বন্দরের ইতিহাসে এই মাইলফলক অর্জন করে বাংলাদেশ নৌবাহিনীর অঙ্গপ্রতিষ্ঠান সিডিডিএল।

পাশাপাশি আগস্ট মাসে এনসিটি’তে মোট ৭৫ হাজার ৫৮৭টি বক্স কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। যার পরিমাণ ১ লাখ ২২ হাজার ৫১৭ টি ইইউএস। এটা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এক মাসের কনটেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ৭ জুলাই থেকে এনসিটি’র ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই টার্মিনালের কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসে। সিডিডিএল-এর সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ টিমের কারণে জাহাজ আগমন, কনটেইনার ডেলিভারি, কাস্টমস অ্যাপ্রাইজাল এবং গেট অপারেশনসহ প্রতিটি পর্যায়ে উন্নতি হয়েছে। বন্দরের সার্বিক কার্যক্রমে নিরবচ্ছিন্ন গতি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘কনটেইনার হ্যান্ডলিংয়ে একদিনের রেকর্ডসহ পুরো মাসে বন্দরের ইতিহাসে এক মাসে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং করার যে উল্লেখযোগ্য অগ্রগতি, তাতে সিডিডিএল চট্টগ্রাম বন্দরের সার্বিক সক্ষমতা ও অপারেশনাল গতিশীলতা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।’ 

সিডিডিএল-এর এই সফলতা শুধু আমদানি-রপ্তানি খাতেই গতি আনবে না। বরং দেশের ব্যবসাবান্ধব অবকাঠামো এবং পরিচালন দক্ষতার একটি শক্তিশালী বার্তা বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছেও পৌঁছাবে বলে মনে করেন তিনি।
ওমর ফারুক বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা করা হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ 
ওসমান হাদিকে গুলির ঘটনায় ক্ষুব্ধ গণতান্ত্রিক সংস্কার জোট
ওসমান হাদিকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ তারেক রহমানের
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
১০