প্রত্যাশার চেয়েও বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে অস্ট্রেলিয়া

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২২

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার অর্থনীতি দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে বলে বুধবার প্রকাশিত সরকারি তথ্য থেকে জানা গেছে। গৃহস্থালি ব্যয়ের বৃদ্ধিই প্রবৃদ্ধির মূল কারণ হিসেবে ভূমিকা রেখেছে।

সিডনি থেকে এএফপি এ খবর জানায়।

অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় অর্থনীতি ১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা প্রথম প্রান্তিকের তুলনায় ০.৪ শতাংশ পয়েন্ট বেশি। 

অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জিম চ্যালমাস সাংবাদিকদের বলেন,  জুন প্রান্তিকে আমরা যা দেখেছি, তা ছিল প্রায় তিন বছরের মধ্যে দ্রুততম ত্রৈমাসিক প্রবৃদ্ধির হার এবং প্রায় দুই বছরের মধ্যে দ্রুততম বার্ষিক প্রবৃদ্ধির হার।

তিনি আরও বলেন,  আমাদের সকল চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের অর্থনীতি ঈর্ষণীয় অবস্থানে রয়েছে।

তথ্য অনুসারে, পারিবারিক ব্যয় এই প্রবৃদ্ধির অন্যতম প্রধান কারণ। আর্থিক বছরের শেষের দিকে বিক্রয় ও নতুন পণ্য আসার ফলে অপ্রয়োজনীয় ব্যয় ১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, সোমবার প্রকাশিত এই প্রবৃদ্ধি অর্থনীতিবিদ ও অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশিত ১.৬ শতাংশের চেয়েও বেশি।

অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক গত মাসে তাদের মূল সুদের হার দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনে। 
তবে তারা সতর্ক করে জানায়, বৈশ্বিক বাণিজ্যিক উত্তেজনা থেকে সৃষ্ট চ্যালেঞ্জগুলো অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত
দেশের নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত
জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ ২ জন গ্রেফতার 
দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা
ফার্নিচার কর্মচারী হত্যা : অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে
একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের ফল প্রকাশ আজ
যশোরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পিআর নয়, জনগণ সরাসরি পদ্ধতিতে নির্বাচন চায় : রুহুল কবির রিজভী
পিএসসি’র নন-ক্যাডার পরীক্ষার প্রশ্ন বিক্রির মূল হোতা গ্রেফতার
ভোলা উপকূলের নদী উত্তাল, অভ্যন্তরীণ ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ 
১০