এশিয়ার বাজারে পতন, নতুন উচ্চতায় সোনার দাম 

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৫

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বুধবার এশিয়ার শেয়ার বাজারগুলো নিম্নমুখী হয়েছে। অন্যদিকে ইকুইটি ও বন্ড বাজারে ব্যাপক বিক্রির পর বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় খুঁজতে থাকায়, টানা ছয় দিনের উত্থান অব্যাহত রেখে নতুন রেকর্ড ছুঁয়েছে সোনার দাম।

হংকং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এশিয়ার বাজার খোলার সাথে সাথে তাৎক্ষণিক ডেলিভারির জন্য সোনার দাম নতুন রেকর্ডে পৌঁছেছে। আউন্স প্রতি সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৪৬.৯৬ ডলারে পৌঁছেছে।  

সব মিলে গত ছয় দিনে দাম পাঁচ শতাংশ বেড়েছে। 

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভ সিস্টেম (ফেড)-এর গভর্নর লিসা কুককে বরখাস্ত করার চেষ্টা করার পর ব্যবসায়ীরা মার্কিন ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের ক্যারল কং বলেন, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাবর্তনের ফলে নিরাপদ বিনিয়োগের ব্যাপারে বিনিয়োগকারীদের পছন্দ পরিবর্তিত হতে পারে।

তিনি আরও বলেন, সোনার দাম আগের চেয়েও বেশি বেড়েছে। যা এখন পর্যন্ত ৩০ শতাংশেরও বেশি। তবে ঝুঁকিটি হলো, প্রেসিডেন্ট ট্রাম্প যদি মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বিশেষ করে ফেডারেল রিজার্ভের স্বাধীনতাকে খর্ব করতে থাকেন, তাহলে মার্কিন ডলার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে তার আবেদন আরও হারাবে। 

এসপিআই  অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনেস বলেন, বন্ড ও ইকুইটি স্থবির হয়ে পড়ায় সোনার দাম শেষ অবলম্বন হয়ে উঠেছে। ডলারের উত্থান বৈশ্বিক আর্থিক পরিস্থিতি আরও কঠিন করে তুলছে, ঠিক তখনই প্রযুক্তি ও চিপস খাতে শুল্ক সংঘাত আবারও দেখা দিচ্ছে। যার ফলে এটি নিশ্চিত হয়েছে যে, এশিয়া বিচ্ছিন্নভাবে বাণিজ্য করতে পারবে না।

এদিকে, জাপানের শেয়ারবাজার স্থানীয় রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে পড়ে। গত জুলাইয়ের উচ্চকক্ষের নির্বাচনে ভরাডুবির দায়ে মঙ্গলবার ক্ষমতাসীন দলের নম্বর টু পদত্যাগের ইঙ্গিত দেওয়ায় বুধবার বাজার খোলার পর টোকিও শেয়ার নিম্নমুখী হয়।

সিডনির ভ্যানেকের ক্রস-অ্যাসেট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট আনা উ ব্লুমবার্গকে বলেন, ব্যবসায়ীরা জাপানের রাজনৈতিক ভবিষ্যৎকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হতে দেখছেন, যা অস্থিরতা বৃদ্ধি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
দীর্ঘদিন পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: আব্দুল হালিম
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
১০