ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন আদালতের রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ার পর গতকাল মঙ্গলবার ওয়াল স্ট্রিটের শেয়ারের দাম কমেছে।
নিউইয়র্ক থেকে এএফপি এ সংবাদ জানায়।
গত শুক্রবার মার্কিন আপিল আদালত রায় দেয় যে ট্রাম্প জরুরি অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে ব্যাপক হারে শুল্ক আরোপ করে তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। এর পরপরই ট্রাম্প প্রতিশ্রুতি দেন যে তিনি অবিলম্বে সুপ্রিম কোর্টে যাবেন।
দিনভর প্রধান সূচকগুলো ঋণাত্মক অঞ্চলে লেনদেন শেষে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ০.৬ শতাংশ কমে ৪৫,২৯৫.৮১ পয়েন্টে দাঁড়ায়। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৭ শতাংশ কমে ৬,৪১৫.৫৪ পয়েন্টে নেমে আসে, আর প্রযুক্তি নির্ভর নাসডাক কম্পোজিট সূচক ০.৮ শতাংশ হ্রাস পেয়ে ২১,২৭৯.৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
বি. রিলে ওয়েলথ ম্যানেজমেন্টের আর্ট হোগান বলেন, বাণিজ্যের ক্ষেত্রে আমরা অনিশ্চয়তার জায়গায় ফিরে যাচ্ছি।
তিনি আরো বলেন, আদালতের এই রায় এবং ট্রাম্পের আপিল এই বাণিজ্যযুদ্ধের অবসান কিংবা প্রস্থানকে দীর্ঘায়িত করছে। ফলে বাণিজ্যযুদ্ধের দ্রুত সমাপ্তির আশা ভেস্তে গেছে।
অন্যদিকে আগস্ট মাসে মার্কিন উৎপাদন শিল্প টানা ষষ্ঠ মাসের মতো সংকুচিত হয়েছে বলে এক জরিপে উঠে এসেছে। জরিপে দেখা গেছে, সেখানে উৎপাদন কমার পাশাপাশি কর্মসংস্থানও দুর্বল অবস্থানে রয়ে গেছে।
এছাড়া এই সপ্তাহের শেষ দিকে আগস্ট মাসের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান সংক্রান্ত তথ্য বাজারে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
পৃথক কোম্পানির মধ্যে, খাদ্যপ্রস্তুতকারী জায়ান্ট ক্রাফট হেইঞ্জ দুই ভাগে বিভক্ত হওয়ার পরিকল্পনা ঘোষণা করার পর কোম্পানির শেয়ারের দাম ৭.০ শতাংশ পড়ে গেছে। তবে এক-চতুর্থাংশের বেশি শেয়ারধারী বার্কশায়ার হ্যাথাওয়ে এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে।
অন্যদিকে, সক্রিয় বিনিয়োগ প্রতিষ্ঠান এলিয়ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রায় ৪ বিলিয়ন ডলারের শেয়ার কিনে নেওয়ার পর সোডা ও স্ন্যাকস প্রস্তুতকারী প্রতিষ্ঠান পেপসিকোর শেয়ারের দাম ১.১ শতাংশ বেড়েছে।