ভোমরা স্থলবন্দরে ৯৭৮.৭৭ কোটি টাকার রাজস্ব আদায়

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২২
ফাইল ছবি

সাতক্ষীরা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ২০২৪-২৫ অর্থবছরে ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য থেকে  ৯৭৮ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ৮৯৯ টাকার রাজস্ব আয় হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ওই অর্থবছরে এই বন্দরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা।

বাণিজ্য পরিচালনায় প্রতিকূলতার মাঝেও এই বন্দর সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে ৩২ কোটি ৫৪ লাখ ৯৮ হাজার ৮৯৯ টাকার অতিরিক্ত রাজস্ব আয় করেছে।

ভোমরা স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়, ব্যবসা-বান্ধব পরিবেশ, কম খরচে পণ্য পরিবহন এবং দ্রুত পণ্য খালাসের ব্যবস্থার কারণে বড় আমদানি-রপ্তানি ব্যবসায়ীরা এই বন্দরের ব্যবহার বাড়িয়েছে। এছাড়া এই পথে চাঁদাবাজির প্রবণতা না থাকায় ব্যবসায়ীরা আরো উৎসাহিত হচ্ছেন।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন হলে এই বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য আরো গতিশীল হবে। এর ফলে রাজস্ব আয়ও উল্লেখযোগ্য হারে বাড়বে। ধারাবাহিকভাবে এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ভোমরা বন্দরের অর্থনৈতিক ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।

ভোমরা কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরে ভোমরা বন্দরে এনবিআর ১,৪৮৯.৩৩ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

তিনি বলেন, বাণিজ্য ব্যবস্থার জন্য স্বচ্ছ এবং সুবিধাজনক পরিবেশ বজায় রাখলে এই লক্ষ্য পূরণ সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ 
ওসমান হাদিকে গুলির ঘটনায় ক্ষুব্ধ গণতান্ত্রিক সংস্কার জোট
ওসমান হাদিকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ তারেক রহমানের
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
১০