ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ইসরাইলে কয়লা বিক্রি নিষিদ্ধের কয়েকদিন পর দেশটির কয়লা রপ্তানি কমে গেছে।
কলম্বিয়ার কয়লা রপ্তানি জুলাই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেক কমেছে।
বুধবার প্রকাশিত সরকারি তথ্যে জানা গেছে, বৈশ্বিক মূল্য সংকটের মধ্যে লাতিন আমেরিকার শীর্ষ কয়লা উৎপাদনকারী দেশ কলম্বিয়ার এ খাত আন্তর্জাতিক মূল্যের ধস এবং দেশীয় নীতির কারণে টানা পাঁচ প্রান্তিকে সংকুচিত হয়েছে।
জাতীয় প্রশাসনিক পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, দেশটি জুলাই মাসে ৪৭৯.৮ মিলিয়ন ডলার মূল্যের কয়লা রপ্তানি করেছে, যা ২০২৪ সালের জুলাই মাসে বিক্রি হওয়া ৮৮৫.৮ মিলিয়ন ডলারের তুলনায় ৪৫.৮ শতাংশ কম।
বিশ্বব্যাপী দাম কমার পিছনে কলম্বিয়ার স্থানীয় খনি ইউনিয়নগুলো ইন্দোনেশিয়ায় উৎপাদন বৃদ্ধিকে দায়ী করেছে।
গাজায় প্রাণঘাতী যুদ্ধের প্রতিবাদে গত মাসে প্রেসিডেন্ট পেত্রো দ্বিতীয়বারের মতো একটি ডিক্রি জারি করে ইসরাইলের বিরুদ্ধে কয়লা রপ্তানি স্থগিতের ঘোষণা দেন। ইসরাইলের প্রধান কয়লা সরবরাহকারী দেশ ছিল কলম্বিয়া।
এর আগে ২০২৪ সালের জুনে এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
টেকসই অর্থনীতির বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে বামপন্থী এই প্রেসিডেন্ট কয়লার ওপর বাড়তি কর আরোপ করেছেন এবং দেশকে নবায়নযোগ্য জ্বালানির দিকে ধাবিত করার চেষ্টা করছেন।
২০২২ সালে ক্ষমতায় আসার পর থেকে পেত্রো একাধিক খনি প্রকল্প স্থগিত করেছেন এবং প্রায় ৩ লাখ ৫০ হাজার খনিজ অনুসন্ধানকর্মীর বিকল্প হিসেবে কৃষি ও পর্যটন খাতকে উৎসাহিত করছেন।
তবে অনেক খনি শ্রমিক বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, তারা চাকরি হারানোর আশঙ্কা করছেন আর যেসব শহরের অর্থনীতি কয়লার ওপর নির্ভরশীল সেগুলোতেও এর প্রভাব পড়ছে।
রাজধানী বোগোটা থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) দূরে টাউসার একটি কয়লা খনির কর্মী ৬০ বছর বয়সী জর্জ নোরিগা বলেন, সরকার খনি বন্ধ করতে চায়। কিন্তু তারা আমাদের কথা ভাবে না।