ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০৫

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ট্রেনিং একাডেমির আয়োজনে চার দিনব্যাপী ‘ফান্ডামেন্টাল এনালাইসিস, ইনভেস্টমেন্ট টেকনিকস এন্ড টুলস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার সমাপনী দিনে ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, শেয়ারবাজারে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য মৌলিক বিশ্লেষণ, বিনিয়োগ কৌশল এবং আধুনিক টুলস সম্পর্কে ধারণা থাকা অপরিহার্য।

তিনি এ বলেন, ডিএসই বিনিয়োগকারীদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর লক্ষ্য হলো একটি স্বচ্ছ, আধুনিক এবং বিনিয়োগবান্ধব পুঁজিবাজার গড়ে তোলা, যেখানে বিনিয়োগকারীরা আস্থা ও নিরাপত্তার সঙ্গে বিনিয়োগ করতে পারবেন।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জোবায়েদ আল মামুন হাসান, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের হেড অব ইক্যুইটি রিসার্চ তানি কুমার রয়, সিএফএ, শান্তা সিকিউরিটিজ লিমিটেড-এর হেড অব রিসার্চ স্ট্রাটেজিক প্ল্যানিং এস এম গালিবুর রহমান, সিএফএ এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের হেড অব রিসার্চ এন্ড ইনভেস্টমেন্ট এ. কে. এম ফজলে রাব্বি।

প্রশিক্ষণকারীরা বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন, যার মধ্যে রয়েছে - ম্যাক্রো এনালাইসিস, কোম্পানি এনালাইসিস, ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক, ইন্ডাস্ট্রি এনালাইসিস ও ভ্যালুয়েশন ফান্ডামেন্টাল মেথড।

কর্মশালায় অংশগ্রহণকারীরা শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল বিনিয়োগের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছেন। ডিএসই আশা করছে, এই প্রশিক্ষণ তাদের একজন দায়িত্বশীল ও সচেতন বিনিয়োগকারী হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০