বন্ডেড পণ্যের এইচএস কোড জটিলতা নিরসনে নির্দেশনা এনবিআরের

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১২

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের পণ্যের ঘোষণাপত্রে উল্লেখিত এইচএস কোড ও কায়িক পরীক্ষায় কাস্টমস কর্তৃক নিরূপিত এইচএস কোডের মধ্যে ভিন্নতা থাকায় পণ্য খালাস প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছিল। এ কারণে যথাসময়ে পণ্য খালাস না হওয়ায় রপ্তানি আদেশ অনুযায়ী জাহাজীকরণ ব্যাহত হচ্ছিল।

রপ্তানি বাণিজ্যের স্বার্থে এ ধরনের জটিলতা নিরসনে আজ (মঙ্গলবার) একটি নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নির্দেশনা অনুসারে, বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত পণ্যের বর্ণনা ও এইচএস কোড অনুযায়ী আমদানিকৃত পণ্যের ঘোষণা দাখিল করার পর কাস্টমস কর্তৃপক্ষ ভিন্ন এইচএস কোড বা ভিন্ন পণ্যের বর্ণনা নিরূপণ করলে এবং নিরূপিত এইচএস কোডের প্রথম চার ডিজিট বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত এইচএস কোডের প্রথম চার ডিজিটের সঙ্গে মিলে গেলে, উক্ত কোড অথবা পণ্যের বর্ণনা বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত করার অঙ্গীকারনামা দাখিলের শর্তে সংশ্লিষ্ট কাস্টমস হাউস থেকে দ্রুত পণ্যচালান খালাস করা যাবে।

এছাড়া, বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত পণ্যের বর্ণনা ও এইচএস কোড অনুযায়ী আমদানিকৃত পণ্যের ঘোষণা দাখিল করার পর কাস্টমস কর্তৃপক্ষ ভিন্ন এইচএস কোড নিরূপণ করলে, বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠান কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস)-এর মাধ্যমে প্রতিষ্ঠানের প্রাপ্যতায় উক্ত এইচএস কোড অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ দুই দিনের মধ্যে পণ্য খালাস করতে পারবে।

এনবিআর মনে করে, নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণ করা হলে বন্ডেড প্রতিষ্ঠানগুলোর রপ্তানি কার্যক্রম আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে। ফলে দেশের রপ্তানি প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ 
ওসমান হাদিকে গুলির ঘটনায় ক্ষুব্ধ গণতান্ত্রিক সংস্কার জোট
ওসমান হাদিকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ তারেক রহমানের
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
১০