সাংহাই অ্যাপারেল ও ইয়ার্ন এক্সপোতে বাংলাদেশের চার প্রতিষ্ঠান

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বৈশ্বিক টেক্সটাইল শিল্পের অন্যতম প্রধান ইভেন্ট শরৎকালীন ইন্টার টেক্সটাইল সাংহাই অ্যাপারেল ফেব্রিক্স ও ইয়ার্ন এক্সপো ২০২৫-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশের চারটি টেক্সটাইল কোম্পানি ।

গত ২ থেকে ৪ সেপ্টেম্বর সাংহাই ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের প্রদর্শক ও দর্শনার্থীরা অংশ নেন।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো হলো: স্কয়ার টেক্সটাইলস পিএলসি, আমানত শাহ ফেব্রিকস লিমিটেড, এম/এস এএইচ ট্রেডার্স এবং নূর ট্রেডিং কর্পোরেশন। তারা উচ্চমানের টেক্সটাইল পণ্য প্রদর্শন করে আন্তর্জাতিক ক্রেতা ও শিল্প সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে।

সাংহাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের এক প্রতিনিধি প্রদর্শনীটি পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশি আরও  বেশি কোম্পানিকে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে উৎসাহিত করেন।

স্কয়ার টেক্সটাইলস পিএলসির সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) লুতফর রহমান মুন্না বলেন, ‘এই মেলা আমাদের বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে যুক্ত হওয়ার এবং আমাদের পণ্যের জন্য নতুন আন্তর্জাতিক বাজার অনুসন্ধানের অসাধারণ সুযোগ দিয়েছে। আমরা মনে করি এ ধরনের প্ল্যাটফর্ম বাংলাদেশের টেক্সটাইল সক্ষমতা বিশ্বমঞ্চে উপস্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০