আলাস্কা এলএনজি প্রকল্প থেকে গ্যাস কেনার চুক্তি করেছে জাপান

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাপানের শীর্ষ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান জেরা আলাস্কার একটি বিশাল পাইপলাইন প্রকল্প থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার লক্ষ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে। 

জেরা’র বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তারা একটি বাণিজ্য চুক্তির অংশ হিসাবে মার্কিন ক্রয় বৃদ্ধি করতে সম্মত হওয়ার পর এই চুক্তিকে স্বাক্ষর করে।

সংস্থাটি জানিয়েছে, তারা  আলাস্কা এলএনজি প্রকল্প থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আহরণ সম্পর্কে আলোচনাটি এগিয়ে নিতে তার মার্কিন প্রকল্প উন্নয়নকারী গ্লেনফার্নের সঙ্গে একটি লেটার অব ইন্টেন্ট (ইচ্ছাপত্র) স্বাক্ষর করেছে।

পাইপলাইনটি পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্লেনফার্ন বুধবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, চিঠিতে  আলাস্কা এলএনজি প্রকল্প থেকে ২০ বছর মেয়াদে প্রতি বছর দশ লক্ষ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বিক্রি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ হাজার ৩০০ কিলোমিটার (৮০০ মাইল) পাইপলাইনের কথা বলেছেন, যা ট্যাংকারে এশিয়ায় পাঠানোর জন্য এলএনজি উৎপাদন করবে। 

তবে দীর্ঘস্থায়ী ৪৪ বিলিয়ন ডলারের এই প্রকল্পকে  বিভিন্ন জটিল প্রযুক্তিগত বাধা অতিক্রম করতে হবে। 

২০৩০ সালের আগে এটিকে কার্যকর হওয়ার আশা করা হচ্ছে না।

গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত জাপান-মার্কিন বাণিজ্য চুক্তিতে আলাস্কা থেকে টোকিও’র এলএনজি কেনার কথা উল্লেখ করা হয়েছিল।

উভয় দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, টোকিও যুক্তরাষ্ট্র থেকে  স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি জ্বালানি ক্রয় বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এলএনজি’র জন্য একটি নতুন আলাস্কান অফটেক চুক্তি অন্বেষণ করবে।

গ্লেনফার্ন জানিয়েছে, তারা ২০২৬ সালের মধ্যে রপ্তানি প্রতিশ্রুতি চূড়ান্ত করতে চায়।

মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটের বরাত দিয়ে  জেরা ও গ্লেনফার্ন  এই ঘোষণাকে আলাস্কা এলএনজি প্রকল্পকে এগিয়ে নেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছে।

জ্বালানি নিরাপত্তা জোরদার করতে তেল আমদানির ওপর নির্ভরশীলতা কমাতে বহুমুখীকরণের চেষ্টা করছে জাপান সরকার। জাপানে প্রাকৃতিক সম্পদ খুবই অপ্রতুল। দেশটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নয়। 

বৃহস্পতিবার জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রে উৎপাদিত এলএনজির সরবরাহ বৃদ্ধি, জাপানের জ্বালানি উৎস বৈচিত্র্যকরণে সহায়ক  হতে পারে।

তিনি আরও বলেন, সামগ্রিকভাবে এটি আমাদের দেশের জন্য উপকারী হবে, বিশেষ করে এটি আমাদের জন্য প্রয়োজনীয় সম্পদের যোগান নিশ্চিত ও স্থিতিশীল করতে সাহায্য করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০