ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ চার্জ, সার-বীজ বিক্রয় এবং ঠিকাদার/ডিলার লাইসেন্স নবায়ন ফিসহ বিভিন্ন ফি ও চার্জ আদায় করবে সোনালী ব্যাংক পিএলসি। এ উদ্দেশ্যে ব্যাংকটি নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করবে।
গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) এই বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক পিএলসির ফেসবুক পেজ থেকে তথ্যটি জানা যায়।
উভয় প্রতিষ্ঠানের মধ্যে পরস্পর চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম এবং বিএডিসির সদস্য পরিচালক (অর্থ) সৌরেন্দ্র নাথ সাহা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান, বিএডিসির সচিব মো. আমিনুল ইসলাম এবং হিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।