চীনা কোম্পানি ডিরেকশন টেকনোলজি চট্টগ্রাম ইপিজেডে ব্লুটুথ হেডফোন তৈরি করবে

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০২

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ডিরেকশন টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড চট্টগ্রাম ইপিজেডে ব্লুটুথ ও তারযুক্ত হেডফোন এবং ডেটা ক্যাবল তৈরির কারখানা স্থাপন করবে।

এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বেপজার সাথে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। ডিরেকশন টেকনোলজির এই বিনিয়োগ বাংলাদেশের প্রথাগত পোশাক ও বস্ত্র শিল্পের ওপর নির্ভরতা কমিয়ে বেপজার রপ্তানি তালিকাকে আরও বৈচিত্র্যময় করবে যা ইপিজেডে প্রযুক্তিভিত্তিক পণ্যের উৎপাদনে নতুন মাত্রা যোগ করবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ডিরেকশন টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক লি ফানফান আজ বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষর করেন।

ডিরেকশন টেকনোলজি এই প্রকল্পে ৩০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং এর ফলে ৪৭৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তারযুক্ত হেডফোন, ব্লুটুথ হেডফোন ও ডেটা ক্যাবলের মতো পণ্যে বিনিয়োগ প্রমাণ করে যে বাংলাদেশ এখন উচ্চ মূল্য সংযোজিত প্রযুক্তিভিত্তিক শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং দেশের ক্রমবর্ধমান ইলেকট্রনিক্স খাতকে আরও শক্তিশালী করছে।

ডিরেকশন টেকনোলজিকে তাদের নতুন সদস্য হিসেবে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশ বিশ্বব্যাপী পোশাক শিল্পের জন্য পরিচিত হলেও বেপজা রপ্তানি পণ্যের বহুমুখীকরণে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, এই বিনিয়োগ ইলেকট্রনিক্স খাতে একটি নতুন পণ্য যোগ করেছে যা বৈচিত্র্যময় শিল্পের প্রতি বেপজার আগ্রহের প্রতিফলন। তিনি প্রতিষ্ঠানটিকে বেপজার পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ও উৎপাদন প্রক্রিয়ায় শতভাগ কমপ্লায়েন্স মেনে চলার আহ্বান জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং ডিরেকশন টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০