নওগাঁ, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ নওগাঁ চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা মিলনায়তনে ব্যবসায়িদের সংগঠন চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির এ অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) ও নওগাঁ চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির প্রশাসক জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে এ সভায় জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, জলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সহায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, সঞ্জয় কুমার প্রমুখ বক্তব্য রাখেন।
এ অতিরিক্ত সাধারণ সভায় জেলার বিভিন্ন উপজেলার প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ি উপস্থিত ছিলেন।