ঢাকা, ১২ অক্টোবর ২০২৫ (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা ২০২৫’-এর খসড়া প্রকাশ করে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করেছে।
বিএসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খসড়াটি ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে লিখিত মতামত জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিধিমালার খসড়া [ww.sec.gov.bd/crequest/FINAL_CMRRCD_draft_09.10.2025.pdf] ওয়েব লিংক থেকে ডাউনলোড করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত পাওয়ার পর চূড়ান্ত নীতিমালা অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।