বড় দরপতনে শেয়ারবাজার, ডিএসই’তে আজ ৫৪২ কোটি টাকার লেনদেন

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৮:২১ আপডেট: : ১২ অক্টোবর ২০২৫, ১৮:২৮

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : বড় দরপতনের মধ্য দিয়ে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৪২ কোটি ৫৫ লাখ ১৭ হাজার ৬৭৫ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট ৩৯৬টি কোম্পানির ১৫ কোটি ৯৯ লাখ ১ হাজার ৭৯১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে ৪৭টির শেয়ারের দাম বেড়েছে, ৩১১টির কমেছে এবং ৩৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

দিনশেষে ডিএসই’র মোট বাজারমূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১২ হাজার ৬৬৮ কোটি ৯০ লাখ ৪৮ হাজার ৩২৩ টাকা।

সূচকের মধ্যে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৮১.২৫ পয়েন্ট কমে ৫২০২.৪৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক ৩৪.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯৯৮.৪৪ পয়েন্টে এবং শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৯.৪৭ পয়েন্ট কমে ১১১৪.৮০ পয়েন্টে নেমে এসেছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো: সিভিও পেট্রোলিয়াম, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, সিম টেক্স, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, ডমিনজ স্টিল, রবি আজিয়াটা, সোনালী পেপার, সামিট অ্যালায়েন্স পোর্ট, রহিমা ফুড।

দরবৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি হলো: সিম টেক্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এস আলম কোল্ড, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, বিডি ল্যাম্পস, প্রগতি ইন্স্যুরেন্স, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, দেশ গার্মেন্টস, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইসিবি ৩য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।

আর দরপতনে শীর্ষ ১০ কোম্পানি হলো: বিআইএফসি, পিপলস লিজিং, এসআইবিএল, সমতা লেদার, এক্সিম ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, এফএএস ফাইন্যান্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
বিশ্ব রেকর্ড গড়লেন মান্ধানা
অনিয়মের অভিযোগে বিডিরেনে দুদকের অভিযান
শিশুর সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক : শারমীন এস মুরশিদ
আওয়ামী লীগের দুর্নীতির কারণে সার কারখানা বন্ধ হয়ে গেছে : ড. মঈন খান
সরকারি কর্মকর্তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সততা ও নৈতিকতা ধারণ করতে হবে : ভূমি সচিব
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
শিশু অধিকার ও টেকসই উন্নয়নে ইউনিসেফ ও আইসিসিবির যৌথ সংলাপ অনুষ্ঠিত
১০