পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৭:৫৩

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): কাঁচা পাট রপ্তানিকারকদের জন্য ঋণ পুনঃতফসিল সুবিধার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আওতায় কাঁচা পাট রপ্তানিকারকরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণের স্থিতির উপর দুই শতাংশ ডাউন পেমেন্ট জমাদানপূর্বক পরবর্তী দুই বছরের জন্য ঋণ পুনঃতফসিল করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ আজ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, কাঁচা পাট রপ্তানি খাতের বিরাজমান সমস্যাসমূহ সমাধানে গৃহীত পূর্ববর্তী পদক্ষেপগুলোর শর্ত পূরণে রপ্তানিকারকদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২০২৪ সালের ৩১ মার্চ বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছিল, কাঁচা পাট রপ্তানিকারকদেরকে সার্কুলার জারির ছয় মাসের মধ্যে ঋণ পুনঃতফসিলের আবেদন জমা দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যায় গ্রেফতার ১
বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যদের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা শুরু
নির্বাচনের তফসিল ঘোষণায় বরগুনায় আনন্দ মিছিল, উৎসবের আমেজ
তফসিল ঘোষণায় যশোরের মানুষের গণতন্ত্রে ফেরার উৎসব শুরু
তফসিল ঘোষণার পর পরই চুয়াডাঙ্গা জেলা জুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ
ভোটের মাঠে সরগরম লালমনিরহাট, তফসিলেই জেগেছে নতুন আশা
অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রেডিটের আইনি চ্যালেঞ্জ
১০