পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৭:৫৩

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): কাঁচা পাট রপ্তানিকারকদের জন্য ঋণ পুনঃতফসিল সুবিধার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আওতায় কাঁচা পাট রপ্তানিকারকরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণের স্থিতির উপর দুই শতাংশ ডাউন পেমেন্ট জমাদানপূর্বক পরবর্তী দুই বছরের জন্য ঋণ পুনঃতফসিল করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ আজ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, কাঁচা পাট রপ্তানি খাতের বিরাজমান সমস্যাসমূহ সমাধানে গৃহীত পূর্ববর্তী পদক্ষেপগুলোর শর্ত পূরণে রপ্তানিকারকদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২০২৪ সালের ৩১ মার্চ বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছিল, কাঁচা পাট রপ্তানিকারকদেরকে সার্কুলার জারির ছয় মাসের মধ্যে ঋণ পুনঃতফসিলের আবেদন জমা দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
শারমিন-স্বর্ণার হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ
রাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি-র‌্যাব ও ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করবে
বাউফলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
১০