নভেম্বর থেকে চালু হচ্ছে ‘ইন্টারঅপারেবল’ লেনদেন : বাংলাদেশ ব্যাংক

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৮:৫৩

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : দেশব্যাপী নগদ অর্থের ব্যবহার কমাতে আগামী ১ নভেম্বর থেকে ইন্টারঅপারেবল পেমেন্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। যার মাধ্যমে মোবাইল ওয়ালেট, ব্যাংক হিসাব, নন-ব্যাংক হিসাব কিংবা প্রাতিষ্ঠানিক হিসাব থেকে সরাসরি অন্য যেকোনো হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর করা যাবে। 

এ লক্ষে আজ বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করেছে। 

প্রজ্ঞাপনে সকল ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) ন্যশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (এনপিএসবি) কাঠামো ব্যবহার করে এসব আন্তঃসংযুক্ত লেনদেন বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইন্টারঅপারেবল ব্যবস্থায় অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ব্যাংক, এমএফএস এবং পিএসপি প্রতিষ্ঠানগুলো যথাক্রমে সর্বোচ্চ ০.১৫ শতাংশ, ০.২০ শতাংশ এবং ০.৮৫ শতাংশ পর্যন্ত চার্জ (ভ্যাটসহ) নিতে পারবে।

প্রাপকের কাছ থেকে কোনো ফি বা চার্জ নেওয়া যাবে না। প্রযোজ্য ফি কেবল প্রেরকের হিসাব থেকেই আদায় করতে হবে এবং অর্থ স্থানান্তরের আগে গ্রাহককে স্পষ্টভাবে তা জানাতে হবে।

ইন্টারঅপারেবল ব্যবস্থায় পরিচালিত ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে নির্ধারিত লেনদেন সীমা প্রযোজ্য হবে। যা সংশ্লিষ্ট ব্যাংক, পিএসপি বা এমএফএস প্রদানকারীর হিসাবের ধরন অনুযায়ী ভিন্ন হবে।

এনপিএসবি কাঠামোর আওতায় ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে পরিচালিত আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি তারিখে জারি করা পিএসডি সার্কুলার নং-২ অনুযায়ী নির্ধারিত ফি বহাল থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যায় গ্রেফতার ১
বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যদের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা শুরু
নির্বাচনের তফসিল ঘোষণায় বরগুনায় আনন্দ মিছিল, উৎসবের আমেজ
তফসিল ঘোষণায় যশোরের মানুষের গণতন্ত্রে ফেরার উৎসব শুরু
তফসিল ঘোষণার পর পরই চুয়াডাঙ্গা জেলা জুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ
ভোটের মাঠে সরগরম লালমনিরহাট, তফসিলেই জেগেছে নতুন আশা
অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রেডিটের আইনি চ্যালেঞ্জ
১০