ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না। ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সাথে পরীক্ষা-নিরীক্ষা করছে। আজ সোমবার তথ্য অধিদফরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
এতে বলা হয়, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীগণ ক্ষতিগ্রস্ত হবে মর্মে একটি স্বার্থান্বেষী মহল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে। বিষয়টি সরকারের গোচরীভূত হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন হয় এরকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি।
এতে আরও বলা হয়, বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সকলকে সতর্ক থাকতে অর্থ মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।