ভারতে ১৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:০০

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : আগামী পাঁচ বছরে ভারতে দেড় হাজার কোটি (১৫ বিলিয়ন) ডলার বিনিয়োগ করবে গুগল। মঙ্গলবার প্রতিষ্ঠানটি এই ঘোষণা দিয়েছে। 

এর অংশ হিসেবে দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিশাল ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র স্থাপন করা হবে।

নয়াদিল্লি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

গুগল ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থমাস কুরিয়ান নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাইরে আমরা যতগুলো এআই হাব-এ বিনিয়োগ করছি, তার মধ্যে এটিই সবচেয়ে বড়।’

কুরিয়ান বলেন, আগামী পাঁচ বছরে অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনমে ‘১ হাজার ৫০০ কোটি ডলার মূলধন বিনিয়োগ’ করে ‘গিগাওয়াট-স্কেলে একটি এআই হাব’ তৈরি করা হবে।

কুরিয়ান আরও বলেন, গুগলের পরিকল্পনা হলো, ভবিষ্যতে কেন্দ্রটিকে ‘একাধিক গিগাওয়াটে উন্নীত’ করা।

চলতি বছরের শেষে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। 
ব্যবসা ও ব্যক্তিগত পর্যায়ে এর ব্যবহার বাড়তে থাকায় দেশটিতে এআই টুলস ব্যবহার করে সমস্যা সমাধানের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিনিয়োগের জন্য গুগলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘এই ডিজিটাল অবকাঠামো আমাদের ‘ইন্ডিয়া এআই ভিশন’-এর লক্ষ্য পূরণে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, এই দিনটি ‘খুবই আনন্দের দিন’।

রাজ্যের প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ এক্স-এ লেখেন, ‘এটি একটি যুগান্তকারী বিনিয়োগ। এক বছর ধরে নিবিড় আলোচনা ও নিরলস প্রচেষ্টার পর এই চুক্তি হয়েছে।’

লোকেশ আরও লেখেন, ‘এটি আমাদের রাজ্যের ডিজিটাল ভবিষ্যৎ, উদ্ভাবন ও বৈশ্বিক মর্যাদার জন্য বিশাল অগ্রগতি। এটি মাত্র শুরু।’

এদিকে, এই মাসে যুক্তরাষ্ট্রের স্টার্ট-আপ ‘অ্যানথ্রপিক’, আগামী বছর ভারতে একটি অফিস খোলার ঘোষণা করেছে। 
অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।

মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আমোদিকে জানান, ‘ভারতের প্রাণবন্ত প্রযুক্তি ইকোসিস্টেম ও প্রতিভাবান যুবসমাজ এআই উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

এছাড়া মোদি ‘উন্নয়নের জন্য এআই-এর পূর্ণ সদ্ব্যবহার’ করতে চাওয়ার কথাও উল্লেখ করেন।

অ্যানথ্রপিকের এই পদক্ষেপের আগে ভারতের বাজারে আগ্রহ দেখিয়েছে আরও কয়েকটি শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠান।

ওপেনএআই জানায়, তারা এ বছরের শেষের দিকে ভারতে একটি অফিস খুলবে। 

প্রতিষ্ঠানটির প্রধান স্যাম অল্টম্যান জানান, গত এক বছরে ভারতে চ্যাটজিপিটির ব্যবহার চারগুণ বেড়েছে।

এদিকে, এআই প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি জুলাইয়ে ভারতীয় টেলিকম জায়ান্ট এয়ারটেলের সঙ্গে একটি বড় অংশীদারিত্বের ঘোষণা দেয়। 

এর আওতায় এয়ারটেলের ৩৬ কোটি গ্রাহক এক বছরের জন্য ফ্রি-তে পারপ্লেক্সিটি প্রো সাবস্ক্রিপশন পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, কাতার, তুরস্ক গাজা ঘোষণাপত্রে সই করেছে
আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নারায়ণগঞ্জে প্রায় সাড়ে ৮৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ ২ পাচারকারী আটক
ইতালিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশি কমিউনিটি নেতাদের সাক্ষাৎ
মুন্সীগঞ্জে প্রায় ৭ কোটি টাকার অবৈধ জাল ও ইলিশ জব্দ
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে এনসিপি : সারজিস আলম
বিশ্ব মান দিবস উপলক্ষে গাজীপুরে সভা
ফটিকছড়িতে মাহিন হত্যা মামলার আসামি গ্রেফতার
মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলের কারাদণ্ড
১০