২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ অনুমোদন ও ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৯:২৯

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৫ (বাসস) : দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম জানিয়েছে যে কোম্পানির পরিচালনা পর্ষদ বিএসআরএম ওয়্যারস লিমিটেডে ২০০ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে। এই বিনিয়োগ শেয়ার সাবস্ক্রিপশনের মাধ্যমে সম্পন্ন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

বিএসআরএম পর্ষদ জানিয়েছে, বিনিয়োগের মাধ্যমে ‘এলআরপিসি’-এর মতো উচ্চমানের তারের পণ্য উৎপাদন (এক ধরনের উচ্চ শক্তির ওয়্যার বা স্ট্র্যান্ড, যা প্রি-স্ট্রেসড কংক্রিট কাঠামোতে ব্যবহার করা হয়) ইলেকট্রোড, এসিএসআর (এক ধরনের বৈদ্যুতিক পরিবাহী ‘কন্ডাক্টর’ যা অ্যালুমিনিয়াম ও ইস্পাতের সমন্বয়ে তৈরি), কোর ওয়্যার, চেইন-লিংক ফেন্সসহ উন্নতমানের ওয়্যার পণ্য উৎপাদনের মাধ্যমে ব্যবসার পরিসর বাড়ানো এবং শেয়ারহোল্ডারদের মুনাফা বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া নতুন উৎপাদন ইউনিট স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে। 

বিএসআরএম আরও জানায়, দেশে একটি বৃহৎ ওয়্যার রড পিকিং স্টেশন এবং আধুনিক ফাস্টেনার, বোল্ট ও নাটস উৎপাদনকারী কারখানা স্থাপনের প্রস্তাবও অনুমোদনের জন্য পরিচালনা পর্ষদের বৈঠকে উপস্থাপন করা হয়েছে।

এ ছাড়া বৈঠকে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকাসহ বিভিন্ন খাতে আরও সম্প্রসারণ করার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ। এজন্য ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১০ নভেম্বর রেকর্ড ডেটের তারিখ নির্ধারণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের 
গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ ইসরাইল ও হামাসের
দ্বিতীয়বারের মতো ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’-এ বাংলাদেশের অংশগ্রহণ
তেল চুরির অভিযোগে যমুনা তেল কোম্পানির ফতুল্লা ডিপোতে দুদকের অভিযান
বাংলাদেশ-কুয়েতের প্রথম রাজনৈতিক পরামর্শ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার
জাপানে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী
সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা
ঢাবিতে বিনামূল্যে ফার্স্ট এইড প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করছে ডাকসু
১৩তম জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা করছে হামাস
নতুন বাড়িভাড়া গ্রহণ করে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন : প্রত্যাশা শিক্ষা উপদেষ্টার
১০