চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি প্রত্যাহার, কার্যক্রম স্বাভাবিক

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৮:১৪

চট্টগ্রাম, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ডাকা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছে সংগঠনটি। এর ফলে সকাল থেকেই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, রোববার দুপুরে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের বৈঠকে যানবাহনের গেট পাসের বর্ধিত ফি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে সিঅ্যান্ডএফ কর্মচারীদের ফিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এরআগে শনিবার এক প্রতিবাদ সভা থেকে সপ্তাহব্যাপী চার ঘণ্টা করে প্রতীকী এ কর্মসূচি ঘোষণা করেছিলেন পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক আমীর হুমায়ূন মাহমুদ চৌধুরী। রোববার এই কর্মসূচি পালন করা হয়।

বন্দর সচিব জানান, শনিবার থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় আমদানি পণ্যের ডেলিভারি ব্যাহত হয়েছিল। বিষয়টি দেশের আমদানি-রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, আজ সোমবার বন্দরে কারও কোন কর্মসূচি ছিল না। মূলত, রোববার বিকেল থেকেই বন্দরের স্বাভাবিক কর্মকাণ্ড শুরু হয়। আমদানি ও রপ্তানি পণ্য খালাস ও আনা-নেওয়া হয়।

সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোবারক আলী বলেন, বন্দর চেয়ারম্যানের নির্দেশে আমাদের বর্ধিত গেট পাস ফি স্থগিত করা হয়। এজন্য আমরা রাতেই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যায় গ্রেফতার ১
বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যদের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা শুরু
নির্বাচনের তফসিল ঘোষণায় বরগুনায় আনন্দ মিছিল, উৎসবের আমেজ
তফসিল ঘোষণায় যশোরের মানুষের গণতন্ত্রে ফেরার উৎসব শুরু
তফসিল ঘোষণার পর পরই চুয়াডাঙ্গা জেলা জুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ
ভোটের মাঠে সরগরম লালমনিরহাট, তফসিলেই জেগেছে নতুন আশা
অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রেডিটের আইনি চ্যালেঞ্জ
১০