ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় পুঁজিবাজার ঊর্ধ্বমুখী হয়েছে। ধারাবাহিক পতনে উদ্বিগ্ন বিনিয়োগকারীদের বিক্রির চাপ কমেছে এবং সুযোগসন্ধানী বিনিয়োগকারীরা বাজারে ফিরে কম দামে শেয়ার কিনতে শুরু করেছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৭. ৩ পয়েন্ট বা ১.৩ শতাংশ বেড়ে ৫ হাজার ১১২ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৫ হাজার ৪৪ পয়েন্ট।
বাজার বিশ্লেষকরা পর্যবেক্ষণ করেন, শুরুতে বাজারে কিছুটা মন্দা ভাব দেখা যায়। তবে ক্রেতারা ধীরে ধীরে প্রাধান্য বিস্তার করলে সূচকটি কার্যদিবসের শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী বজায় রাখে।
এ ঊর্ধ্বমুখী প্রবণতা বিনিয়োগকারীদের কিছু স্বস্তি দিলেও উদ্বেগ রয়েছে, এই উত্থান সীমিত সময়ের জন্য স্থায়ী হতে পারে। কারণ বাজারে মোট লেনদেন ১০.৮ শতাংশ কমে ৩৯০ কোটি টাকায় পৌঁছেছে।
খাতভিত্তিক লেনদেনে ফার্মা (১২.৩%) শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এরপর ইঞ্জিনিয়ারিং (১১.৪%) এবং জেনারেল ইন্স্যুরেন্স (৯.৬%) খাতের অবস্থান ছিল। সব খাতেই ইতিবাচক ধারা দেখা গেছে, যার মধ্যে আইটি (৫.৭%), পেপার (৫.০%) এবং সিরামিক (৪.৯%) খাত আজ সবচেয়ে বেশি লাভে ছিল।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩০০টির, ৪৮টির দাম কমেছে এবং অপরিবর্তিত ছিল ৪৯টির দর।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ইতিবাচক ধারা দেখা যায়। সূচকের সিলেকটিভ ক্যাটাগরি ইনডেক্স (সিএসসিএক্স) ১১ দশমিক ৯০ পয়েন্ট এবং অল শেয়ার প্রাইস ইনডেক্স (ক্যাসপি) ৯ পয়েন্ট বেড়েছে।