দীপাবলি উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৪:৫৫

লালমনিরহাট, ২১ অক্টোবর, ২০২৫(বাসস) : সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে জেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা বন্দরের সঙ্গে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। 

গতকাল সোমবার সকাল থেকে বাণিজ্য কার্যক্রম স্থগিত থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ জানান, ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে সোমবার থেকে বুধবার পর্যন্ত (তিন দিন) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরে প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে। আগামী ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে যথারীতি আমদানি-রপ্তানি পুনরায় শুরু হবে বলে তিনি জানান।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (এডি) মাহমুদুল হাসান বলেন, দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় চ্যাংড়াবান্ধা ব্যবসায়ী সমিতি সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে একটি চিঠি দিয়েছে। পূজা শেষে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

একই তথ্য নিশ্চিত করে বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, কালীপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা তিন দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রেখেছেন। তবে এ সময় কাস্টমস হাউস ও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যায় গ্রেফতার ১
বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যদের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা শুরু
নির্বাচনের তফসিল ঘোষণায় বরগুনায় আনন্দ মিছিল, উৎসবের আমেজ
তফসিল ঘোষণায় যশোরের মানুষের গণতন্ত্রে ফেরার উৎসব শুরু
তফসিল ঘোষণার পর পরই চুয়াডাঙ্গা জেলা জুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ
ভোটের মাঠে সরগরম লালমনিরহাট, তফসিলেই জেগেছে নতুন আশা
অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রেডিটের আইনি চ্যালেঞ্জ
১০