ডিএসই’তে জিএম পদে যোগ দিলেন বেনী আমিন

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৮:৫৩
বেনী আমিন। ফাইল ছবি

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জেনারেল ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড একাউন্টস) পদে আজ যোগদান করেছেন বেনী আমিন, এফসিসিএ, সিআইএ।

ডিএসই’তে যোগদানের আগে বেনী আমিন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিনিয়র অডিট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন অভিজ্ঞ ব্যাংকার ও অডিট বিশেষজ্ঞ, যিনি সাধারণ ব্যাংকিং, ট্রেজারি, ট্রেড ও 
ক্যাশ অপারেশন, ফাইন্যান্স এবং অভ্যন্তরীণ নিরীক্ষা ক্ষেত্রে ১৯ বছরেরও বেশি সময় ধরে সফলভাবে কাজ করে আসছেন।

বেনী আমিন অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) যুক্তরাজ্যের ফেলো সদস্য, সার্টিফাইড ইন্টারনাল অডিটর (সিআইএ) যুক্তরাষ্ট্র এবং সার্টিফাইড অ্যান্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট (সিএএমএস) হিসেবে স্বীকৃত।

অভ্যন্তরীণ নিরীক্ষা ক্ষেত্রে অসামান্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি অক্টোবর ২০২১ থেকে ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি হেড অব অডিট হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন অডিট সফটওয়্যার বাস্তবায়নে অসাধারণ অবদানের জন্য এসিই অ্যালায়েন্স-টিমের সদস্য হিসেবে তিনি ‘জিআইএ স্টার এ্যাওয়ার্ড-২০২১’ অর্জন করেন। এছাড়াও, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে তিনি গ্লোবাল ইন্টারনাল অডিট ম্যানেজমেন্ট টিমের অতিথি সদস্য হিসেবে মনোনীত হন এবং ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ একাধিক আন্তর্জাতিক অডিট প্রকল্পে কাজের অভিজ্ঞতা অর্জন করেন।

এরআগে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডে সিনিয়র অডিট ম্যানেজার (এভিপি) এবং হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের (এইচএসবিসি) ফাইন্যান্স ম্যানেজার (এভিপি) ও ট্রেজারি অপারেশনস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে বিবিএ এবং ফিন্যান্সে এমবিএ ডিগ্রিধারী এই পেশাজীবী তার কৌশলগত দৃষ্টি, নেতৃত্বের সক্ষমতা এবং বহুজাতিক পরিবেশে কাজের অভিজ্ঞতা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যায় গ্রেফতার ১
বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যদের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা শুরু
নির্বাচনের তফসিল ঘোষণায় বরগুনায় আনন্দ মিছিল, উৎসবের আমেজ
তফসিল ঘোষণায় যশোরের মানুষের গণতন্ত্রে ফেরার উৎসব শুরু
তফসিল ঘোষণার পর পরই চুয়াডাঙ্গা জেলা জুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ
ভোটের মাঠে সরগরম লালমনিরহাট, তফসিলেই জেগেছে নতুন আশা
অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রেডিটের আইনি চ্যালেঞ্জ
১০