ডিএসই’তে সূচকের পতন, লেনদেন ৪৭৮ কোটি টাকা

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৮:৫৯

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস): ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনের শেষে ডিএসই’তে মোট ৩৯৩টি কোম্পানির ১৪ কোটি ৭০ লাখ ৪১ হাজার ২১৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে মোট ৪৭৮ কোটি ১ লাখ ৭ হাজার ২৫৯ টাকা।

সূচকগুলোর মধ্যে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২২.২৭ পয়েন্ট কমে ৫,০৮৯.৩৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক ৩.০৫ পয়েন্ট কমে ১,৯৬৮.৮৯ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৯৮ পয়েন্ট কমে ১,০৭৭.২২ পয়েন্টে নেমে এসেছে।

লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির শেয়ার।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- ডমিনেজ স্টিল, সামিট অ্যালায়েন্স পোর্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, তৌফিকা ফুড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি (সিভিওপিআরএল) এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। 
দরবৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- আইএসএন, সমতা লেদার, সোনারগাঁও টেক্সটাইল, ইনটেক লিমিটেড, ই-জেনারেশন, একমি পেস্টিসাইড, অ্যাপেক্স ট্যানারি, ফাইন ফুডস, তৌফিকা ফুড ও ব্র্যাক ব্যাংক।

অন্যদিকে দরপতনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, সেনা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।

দিন শেষে ডিএসই’র মোট বাজারমূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২ হাজার ৩৭ কোটি ৪৯ লাখ ৫৭ হাজার ৩৮৩ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০