ইসলামি পুঁজিবাজার শক্তিশালী করতে বিএসইসি’র ৯ সদস্যের শরিয়াহ উপদেষ্টা কাউন্সিল গঠন

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৯:০২

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশে ইসলামি পুঁজিবাজারের বিকাশে সহায়তা করতে নয় সদস্যের একটি শরিয়াহ উপদেষ্টা কাউন্সিল গঠন করেছে।

আজ বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামি শরিয়াহভিত্তিক সিকিউরিটিজের সঠিক ইস্যু ও এসব সিকিউরিটিজে বিনিয়োগকারীদের স্বার্থরক্ষার লক্ষ্যে এ কাউন্সিলের গঠন প্রয়োজনীয় বলে বিবেচিত হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

কাউন্সিলটি পাঁচজন শরিয়াহ আলেম ও চারজন শিল্প বিশেষজ্ঞকে নিয়েগঠিত হয়েছে।

পাঁচজন শরিয়াহ আলেম হলেন— ইসলামী বিশ্ববিদ্যালয়ের (কুষ্টিয়া) উপাচার্য অধ্যাপক ড. নকিব মুহাম্মদ নসরুল্লাহ; জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুর-ই-এলাহী; জামিয়া ইসলামিয়া দারুল উলুম, মিরপুরের জ্যেষ্ঠ মুফতি ও মুহাদ্দিস মাসুম বিল্লাহ; জামিয়া শরিয়াহ মালিবাগের সিনিয়র ডেপুটি মুফতি আবদুল্লাহ মাসুম; এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রুহুল আমিন।

চারজন শিল্প বিশেষজ্ঞ হলেন— যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের অর্থনীতি ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান; বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত; বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম মাজেদুর রহমান; এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
ডিএসইতে লেনদেন কমেছে, সূচকে মিশ্র প্রবণতা
দারফুরের আল-ফাশের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিল সুদানের আরএসএফ
সাতকানিয়ায় পাহাড় কাটায় ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা
কমনওয়েলথ বাংলাদেশে নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতি মূল্যায়ন করতে এসেছে : লিনফোর্ড অ্যান্ড্রুজ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় শক্তিশালী অভিযোজন প্রচেষ্টার আহ্বান বিমসটেকের
মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু
১০